ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজধানীতে প্রাইভেট কারে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৮:০৩, ২৭ জানুয়ারি ২০১৬

রাজধানীতে প্রাইভেট কারে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এদিকে গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে এক কারারক্ষী সর্বস্ব খুইয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে এই অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তার মাঝখানে হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-১৫-২৭৫৪) দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মাজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, যান্ত্রিক ত্রুটির কারণে প্রাইভেটকারটিতে আগুন লেগেছে। পরে আগুন নিভিয়ে গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়। অজ্ঞানপার্টির খপ্পড়ে কারারক্ষী ॥ রাজধানীর গুলিস্তান এলাকায় জাহিদুল ইসলাম (২৮) নামের এক কারারক্ষী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী পারভেজ গিয়ে জাহিদকে দেখে শনাক্ত করে।
×