ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিত: ০৮:০০, ২৭ জানুয়ারি ২০১৬

সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করতে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে একদল ব্রিটিশ বাংলাদেশী দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশীদার হতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। ব্রিটিশ বাংলাদেশী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেসবাউর রহমান। খবর বাসস’র। সাক্ষাতকালে প্রতিনিধিদল জানায়, তারা পর্যটন ও আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। তারা বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহ বিকেন্দ্রীকরণে পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান, যাতে বিনিয়োগকারীরা সহজে সেবা গ্রহণ করতে পারেন। আবদুল হামিদ বলেন, বর্তমান সরকার বিনিয়োগকারীদের সম্ভাব্য সকল সহায়তা দিতে খুবই আন্তরিক। তিনি বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান। সরকার অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ পারস্পরিক স্বার্থে সম্ভাবনাময় সকল খাতে বিনিয়োগ করতে প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।
×