ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুরে জঙ্গী সন্দেহে গ্রেফতার জসিমের বাড়ি সিরাজদিখানে

প্রকাশিত: ০৭:২৮, ২৭ জানুয়ারি ২০১৬

সিঙ্গাপুরে জঙ্গী সন্দেহে গ্রেফতার জসিমের বাড়ি সিরাজদিখানে

সিঙ্গাপুরে জঙ্গী সন্দেহে গ্রেফতারকৃত জসিমের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিঙ্গাপুরে জঙ্গী সন্দেহে গ্রেফতারকৃত ২৬ জনের মধ্যে মোঃ জসিম একজন। তার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার দক্ষিণ চাইনপাড়া গ্রামে। তার পিতা মৃত আব্দুল কাদের শেখ। পার্শ¦বর্তী লৌহজং উপজেলার খিদির পাড়া উচ্চ বিদ্যালয়ে পড়া লেখা করেছে। মঙ্গলবার সরেজমিনে জসিমের বাড়িতে গিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। জসিমরা তিন ভাই এক বোন। বড় ভাই জব্বর শেখ মালয়েশিয়া প্রবাসী। সেজ ভাই জহিরুল শেখ তিনিও সৌদি প্রবাসী। জসিম ভাইদের মধ্যে সবার ছোট। তার বোন কুসুম বেগমের বিয়ে হয়েছে একই গ্রামের রমিজ বেপারীর সঙ্গে। জসিমের বড় ভাইয়ের স্ত্রী শাহনাজ বেগম জানান, বাড়িতে তারা দুই জা ও জসিমের মা থাকেন। জসিম গত চার বছর পূর্বে যখন নবম শ্রেণীতে উঠে, তখন সংসারের আর্থিক সচ্ছলতার কারণে সিঙ্গাপুরে জীবিকার সন্ধানে চলে যান। সিঙ্গাপুরে থাকতে জসিম বাড়িতে তেমন একটা টাকা পয়সা পাঠাতেন না। সেখানে কয়েকটি প্রশিক্ষণ নিতে গিয়ে সে তেমন কোন টাকা পয়সা পাঠাতে পারেননি। জসিম এলাকায় একজন ভদ্র ছেলে বলেই পরিচিত। দেশে থাকতে তার বিরুদ্ধে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। এমনই জানিয়েছেন এলাকাবাসী। জসিমের খিদির পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারেক বলেন, জসিম আমার ছাত্র ছিল। বিদ্যালয়ে পড়া লেখার সময় তার মধ্যে এমন কিছু দেখিনি যার জন্য সে জঙ্গী হয়ে যেতে পারে। তাছাড়া ওর বয়সইবা কত? জসিমের পাশের গ্রাম খিদির পাড়া গ্রামের ৭০ উর্ধ মজিবর মোল্লা বলেন, জসিমদের ফ্যামেলি নিয়ে এ এলাকায় তেমন কোন খারাপ রেকর্ড নেই। সে ছেলেও ভাল। তার মতো ছেলে এ কাজ করতে পারে বলে বিশ্বাস হয় না। জসিমদের বাড়িতে গিয়ে আরও কথা হয় জসিমের চাচা বারেক শেখের সঙ্গে। তিনি পুলিশের বিশেষ শাখার অবসরপ্রাপ্ত একজন কনস্টেবল। জসিমের বাপ-চাচারা ৪ ভাই হলেও দুই জন ইতিমধ্যেই গত হয়েছেন। বাড়িতে জসিমদের একটি দোচালা টিনের ঘর ছাড়া তেমন কোন স্থাপনা নেই। এলাকাবাসী জসিমের জঙ্গী সন্দেহে সিঙ্গাপুরে গ্রেফতারের ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন। কারও বিশ্বাসই হয়না জসিম একজন জঙ্গী হতে পারে।
×