ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৭:২৩, ২৭ জানুয়ারি ২০১৬

প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি

সংসদ রিপোর্টার ॥ প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ তথা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের মাধ্যমে রাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি। আগে ১৯৮৯ সালের ডিফেন্স সার্ভিস (সুপ্রীম কমান্ড) অডিন্যান্স অনুযায়ী এ দায়িত্ব পালন করলেও সংবিধান সংশোধনের ফলে ওই অধ্যাদেশ রহিত হওয়ায় নতুন আইন প্রণয়নের জন্য এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য সংসদে বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে পৃথক দুটি বিল উত্থাপন করেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) বিল-২০১৬ ও প্রতিরক্ষা কর্মবিভাগ (কতিপয় আইন সংশোধন) বিল-২০১৬ নামের বিল দুটি উত্থাপনের পর তা অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল পাস ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জাতীয় সংসদে বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। জাতীয় পার্টি ও স্বতন্ত্র কয়েকজন সংসদ সদস্য বিলটির ওপর জনমত যাচাই-বাছাই ও কিছু সংশোধনী আনলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
×