ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৮, ২৭ জানুয়ারি ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. পরিচালনা ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়? ক) ব্যবসায়িক ঝুঁকি খ) আর্থিক ঝুঁকি গ) মৌলিক ঝুঁকি ঘ) ফটকা ঝুঁকি ২. নিচের কোনটি মুদ্রাবাজার হাতিয়ার হিসেবে বিবেচিত হয়? ক) বাণিজ্যিকপত্র খ) শেয়ার গ) বন্ড ঘ) মিউচ্যুয়াল ফান্ড ৩. স্থায়ী সম্পত্তি হলো- র. জমি রর. দালানকোঠা ররর. কাগজ ও কালি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪. মূলধন বাজেটিং প্রক্রিয়ার ধাপ নয় কোনটি? ক) নগদ প্রবাহ প্রাক্কলন খ) বাট্টা হার নির্ধারণ গ) মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন ও প্রয়োগ ঘ) গড় মুনাফা হার নির্ধারণ ৫. ব্যাংক ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতার যে দিকসমূহ বিবেচনা করে তাহলো- র. সততা রর. পর্যাপ্ত জামানত ররর. আর্থিক স্বচ্ছলতা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র, রর ও ররর ঘ) ররর ৬. অর্থবাজারকে স্থিতিশীল করা হয় কীভাবে? ক) ঋণ নিয়ন্ত্রণ করে খ) মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করে গ) জনকল্যাণমূলক কাজ করে ঘ) মূলধন গঠনে সাহায্য করে ৭. প্রকল্প ‘ক’ এর পে-ব্যাক সময় কত? ক) ২ বছর খ) ২.৫ বছর গ) ৩ বছর ঘ) ৩.৫ বছর ৮. সাধারণ মূলধনের ব্যয় নির্ণয় করা জটিল ।করণ- র ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা দূরুহ কাজ রর ভবিষ্যতে কোম্পানির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা কঠিন কাজ ররর ভবিষ্যতে শেয়ার মালিকদের লভ্যাংশ বন্টন করা দুর্বোধ্য কাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৯. ব্যাংক কীসের মাধ্যমে বিল ভাঙিয়ে থাকে? ক) কমিশনের খ) কিস্তির গ) বিনিময়ের ঘ) বাট্টার ১০. সোহেল সাহেব তার কোম্পানির ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত দিয়েছেন। এক্ষেত্রে তার প্রয়োজন হবে- র. কোম্পানির আয়ের উৎস রর. রপ্তানিকারীরা ররর. কুটির শিল্পীরা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ১১. গড় মুনাফা পদ্ধতির সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোনটি? ক) অর্থের সময় মুল্যকে বিবেচনা না করা খ) নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করা গ) সব নগদ প্রবাহকে সমমূল্যের বিবেচনা করা ঘ) প্রকল্পের মুনাফা পরিমাপ না করা ১২. সেলিমকে ব্যবসায়ের জন্য তহবিল সংগ্রহে বিবেচনা করতে হবে- র তহবিল উৎসের খরচ রর তহবিল উৎসের ঝুঁকি ররর অর্থায়নের প্রয়োজনের ধরন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. ব্যাংকে টাকা জমা রাখাকে ঝুঁকিহীন বিনিয়োগ বলা হয় কেন? ক) অতিরিক্ত অর্থের প্রয়োজন কেটায় বালে খ) ঋণ পাবার নিশ্চয়তা থাকে বলে গ) সময়মতো নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায় বলে ঘ) আমানতের সর্বোচ্চ নিরাপত্তা থাকে বলে ১৪. বন্ধকি ঋণের মাধ্যমে ব্যাংকের সাথে মক্কেলের কোন ধরনের সম্পর্কে সৃষ্টি হয়? ক) দাতা ও গ্রহীতা খ) ডেবিট-ক্রেডিট গ) চুক্তিবদ্ধ ঘ) প্রতিনিধির ১৫. ব্যবসায় একটি- ক) লাভজনক ব্যবসায় খ) সম্ভাবনাময় ব্যবসায় গ) ঝুঁকিবহুল ব্যবসায় ঘ) মূলধনের ব্যবসায় ১৬. ঋণ মূলধন ব্যবহার করলে নিচের কোনটি সৃষ্টি হয়? ক) মুনাফা পরিশোধের দায় খ) সুদ ও উক্ত অর্থ পরিশোধের দায় গ) লভ্যাংশ পরিশোধের দায় ঘ) ঋণ পরিশোধের দায়
×