ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যারিকোর ১শ’ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ জানুয়ারি ২০১৬

ম্যারিকোর ১শ’ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ অন্তর্র্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৩১ মার্চ ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য অন্তর্র্বর্তীকালীন এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত প্রথম ৯ মাসের আর্থিক মুনাফার ভিত্তিতে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এদিকে তৃতীয় প্রান্তিকের (সেপ্টেম্বর ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ম্যারিকোর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.২৭ টাকা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৮.৯৯ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার সুহৃদ ইন্ড্রাস্টিজের সভা আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আজ বুধবার। এই দিন সন্ধ্যা ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়। সূত্রে জানা গেছে, সভায় কোম্পানির গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×