ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডে পাখি জরিপ

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ জানুয়ারি ২০১৬

ইংল্যান্ডে পাখি জরিপ

ইংল্যান্ডের সাসেক্সের বন্যজন্তু প্রেমীদের তাদের আঙ্গিনায় ও আশপাশের পাখিদের ভাল করে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। বিগ গার্ডেন বার্ড ওয়াচ সার্ভে (বিজিবিডব্লিউএস) নামে একটি প্রাণী অধিকার সংগঠন এই জারিপের আয়োজন করেছে। আশা করা হচ্ছে, পাঁচ লাখের বেশি পাখিপ্রেমী কর্মসূচীতে অংশ নেবেন। এটি ইংল্যান্ডজুড়ে পরিচালিত একটি কর্মসূচী। সংগঠনটি গত বছরও এ ধরণের জরিপ চালিয়েছিল। এতে ৮৫ লাখ পাখি চিহ্নিত করা হয়। পাখি ছাড়াও কাঠবিড়ালি ও শিয়ালের মতো ঝোপঝাড়ে থাকা প্রাণীদের দিকেও পর্যবেক্ষণী দৃষ্টি দেয়া হবে। বিজিবিডব্লিউএসের জরিপ কর্মসূচীটির প্রধান ড্যানিয়েল হেইহাও বলেছেন, ‘আমাদের বণ্যপ্রাণীদের অনেক এখন বিলুপ্তির পথে। এখনই সতর্ক না হলে অদূর ভবিষ্যতে বহু প্রজাতি হারিয়ে যেতে পারে।’ -অবজারভার
×