ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউস এখন স্ন্যাপচ্যাটে

প্রকাশিত: ০৫:৪৬, ২৭ জানুয়ারি ২০১৬

হোয়াইট হাউস এখন স্ন্যাপচ্যাটে

টেক্সট যোগাযোগের যুগে ছবি হিসেবে ইমোজির ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। এর সঙ্গে এখন যুক্ত হলো হোয়াইট হাউস। এটি এখন স্ন্যাপচ্যাটে ব্যবহার করা যাবে। কদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে তার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেয়ার পরই মূলত স্ন্যাপচ্যাটে হোয়াইট হাউস ব্যবহারের ধারণাটি এসেছে। সামাজিক যোগাযোগ সাইটগুলোতে জনপ্রিয় হতে শুরু করেছে হোয়াইট হাউস স্ন্যাপচ্যাট। এর সঙ্গে ওভাল অফিসের একটি ভিডিও যুক্ত করা আছে। সোশাল সাইটগুলোতে হোয়াইটের ব্যবহার অবশ্য নতুন কিছু নয়। তবে তরুণ ব্যবহারকারীদের কাছে এর ব্যাপক চাহিদা থাকায় আমাজনের সহযোগিতা হোয়াইট হাউস এখন আনুষ্ঠানিকভাবে স্ন্যাপচ্যাটে যোগ দিল। এতে প্রশাসনের কিছু অনানুষ্ঠানিক ছবিও দেখা যাবে। -টেক ক্রাঞ্চ
×