ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিম্ন আদালতের চাহিদা পূরণ

মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়ন হয়েছে ॥ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ জানুয়ারি ২০১৬

মাসদার হোসেন মামলার রায় বাস্তবায়ন হয়েছে ॥ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা ও বিচারালয় সংক্রান্ত সকল চাহিদা পূরণ করায় ঐতিহসিক মাসদার হোসেন মামলায় সুপ্রীমকোর্ট যে রায় দিয়েছিল, তা বাস্তবায়ন হয়েছে বলে মনে করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের সভাপতি ও ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এবং মহাসচিব ও আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ্্ শেখ মোঃ জহিরুল হকের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় সংগঠনের ধানম-ির কার্যালয়ে কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে অধস্তন আদালতের বিচারকদের জন্য গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বেতন কাঠামো সরকার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আইনমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন সে জন্য অধস্তন আদালতের বিচারকরা তার প্রতি কৃতজ্ঞ। পে স্কেল বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে মাসদার হোসেন বনাম রাষ্ট্র মামলাকে উদ্ধৃত করে বিভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। এ্যাসোসিয়েশন জানতে পেরেছে, একটি কুচক্রী মহল এই মামলার নাম ভাঙ্গিয়ে সুপ্রীমকোর্টের আপীল বিভাগে একটি আবেদন দাখিল করেছে। এই আবেদনের সঙ্গে জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশনের কোন সম্পর্ক নেই বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান সরকার অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা ও বিচারালয় সংক্রান্ত সকল চাহিদা পূরণ করায় ঐতিহসিক মাসদার হোসেন মামলায় সুপ্রীমকোর্ট যে রায় দিয়েছিল তা বাস্তবায়ন হয়েছে বলেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন মনে করে। এই মামলার বিষয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্যও বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।
×