ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাজিব রাজাককে ৬৮ কোটি ডলার দেয় সৌদি রাজপরিবার

প্রকাশিত: ০৫:৩২, ২৭ জানুয়ারি ২০১৬

নাজিব রাজাককে ৬৮ কোটি ডলার দেয় সৌদি রাজপরিবার

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাংক এ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের উৎস সৌদি রাজ পরিবার, তার এ্যাটর্নি জেনারেল মঙ্গলবার একথা বলেছেন। তিনি নাজিবকে কেলেঙ্কারির দায় থেকে অব্যাহতি দিয়েছেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। এ্যাটর্নি জেনারেল আপান্দি আলী বলেন, রাজাকের ব্যাংক এ্যাকাউন্টে যে ৬৮ কোটি ১০ লাখ ডলার পাওয়া যায় সেটি তিনি সৌদি রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পান। মালয়েশিয়ার এ্যাটর্নি জেনারেল বলছেন, তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলা তদন্ত বন্ধ করে দিচ্ছেন। তিনি বলেন, মালয়েশিয়ার দুর্নীতি দমন দফতর যে সাক্ষ্য প্রমাণ হাজির করেছে তার ভিত্তিতে তিনি নিশ্চিত যে সৌদি রাজ পরিবারই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এ্যাকাউন্টে ৬৮ কোটি ১০ লাখ ডলার দিয়েছিল। কোন উদ্দেশ্য ছাড়াই এ অর্থ দেয়া হয় বলে তিনি উল্লেখ করেন। আলী বলেন, তিনি মনে করছেন এই দান গ্রহণ করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী কোন অপরাধ করেননি। সমালোচকরা অবশ্য বলছেন, সৌদি রাজ পরিবার কেন তাকে এত টাকা দেবে তার কোন সন্তোষজনক ব্যাখ্যা নেই। তাদের অভিযোগ, ওই অর্থ এসেছিল একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ তহবিল থেকে। তবে রাজাক অভিযোগ একাধিকবার অস্বীকার করেন। একে কেন্দ্র করে তার ওপর তীব্র রাজনৈতিক চাপ তৈরি হয়েছিল। অনেকেই তার পদত্যাগ দাবি করেন। গত কয়েক মাস ধরে এটি মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার ইস্যু ছিল। এই অর্থ কেলেঙ্কারিকে ঘিরে সাধারণ মানুষের মনেও নানা প্রশ্ন দেখা দিচ্ছিল। যেমন এ্যাটর্নি জেনারেল বলছেন, সৌদি দানের মোট অর্থ থেকে ৬২ কোটি ডলার ইতোমাধ্যেই ফেরত দেয়া হয়েছে। তাহলে বাকি ছয় কোটি ডলার কোথায় গেল? এসব প্রশ্ন নাজিব রাজাকের সাত বছরের দীর্ঘ নেতৃত্বের ওপর কালো ছায়া ফেলছিল। তবে এ্যাটর্নি জেনারেলের মঙ্গলবারের সিদ্ধান্ত দলের মধ্যে তার অবস্থানকে দৃঢ় করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।
×