ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

১৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সমাজসেবক রফিকুল হক টিটুর ব্যক্তিগত উদ্যোগে সদরের খিলপাড়ার একটি পার্ক প্রাঙ্গণে হোসেন্দী ইউনিয়নের ১৪ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন হোসেন্দী ইউনিট কমান্ডার হাবিবুর রহমান আরজু, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মিজানুর রহমান, মীর্জালী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউনুস আলী রঙ্গু প্রমুখ। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ হাড় কাঁপানো শীতে জবুথুবু মানুষের মধ্যে গরম কাপড়ের পরশ বুলিয়ে দেয় শিক্ষকরা। মঙ্গলবার একদল শিক্ষক ছিন্নমূল মানুষের মাঝে কম্বলসহ নানা ধরনের গরম কাপড় বিতরণ করে। প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর তাওহিদুজ্জামানের নেতৃত্বে শিক্ষক দলটি শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। কারখানায় আগুন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ চিতলমারীর নালুয়া বাজারে মঙ্গলবার দুপুরে ইঞ্জিনচালিত মেশিন বিস্ফোরিত হয়ে একটি তুলার কারখানা আগুনে ভষ্মীভূত হয়েছে। এতে কমপক্ষে ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানান, নালুয়া বাজারের মনির শিকদারের তুলার কারখানায় ইঞ্জিনচালিত মেশিন বিস্ফোরিত হয়ে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টুঙ্গিপাড়া ও বাগেরহাট থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে কারখানাটি ভষ্মীভূত হয়। মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি আদায়ে ব্যর্থ হয়ে যশোরে ১৩ বছরের শিশু রিয়াদুল ইসলাম মিরাজ হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। যশোরের ১১টি বেসরকারী সংগঠন স্থানীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। কর্মসূচীতে অংশ নেয়া মানববাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় সমন্বয়কারী মামুনুর রশীদ লাল্টু জানান, ২০১৩ সালের ২০ নবেম্বর ২৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে যশোরের ঝিকরগাছার লাউজানি গ্রাম থেকে ঝিকরগাছার বিএম হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিয়াদুল ইসলাম মিরাজকে অপহরণ করা হয়। ধর্ষণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৬ জানুয়ারি ॥ সাপাহারে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক তরুণীকে (১৪) ধর্ষণের দায়ে রমজান আলী (১৭) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে সাপাহার সদরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ওই দিন গভীর রাতে সদরের জিরো পয়েন্ট এলাকায় মানসিক ভারসাম্যহীন ওই তরুণীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে রমজান।
×