ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানি

কুমিল্লায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ জানুয়ারি ২০১৬

কুমিল্লায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৬ জানুয়ারি ॥ মুরাদনগরে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক উরু দাস চন্দ্র পালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১ মাসের কারাদ- প্রদান করে। উপজেলার ছালিয়াকান্দি ইন্দ্র ভোষণ উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইন্দ্র ভোষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উরু দাস চন্দ্র পাল একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে বিভিন্ন সময়ে যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি ওই বিদ্যালয়সহ এলাকায় জানাজানি হয়। এতে ওই শিক্ষকের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-মুরাদনগর সড়ক অবরোধসহ বিক্ষোভ প্রদর্শনসহ জুতা হাতে নিয়ে মিছিল করে। সড়কে কয়েক ঘণ্টার অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষক উরু দাস চন্দ্র পালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। প্রশাসনের তাৎক্ষণিক এ পদক্ষেপের কারণে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। সাংবাদিকদের জন্য নিবেদিত ছিলেন আলতাফ মাহমুদ রাজশাহীতে স্মরণসভা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি প্রয়াত আলতাফ মাহমুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয় স্মরণসভায়। বক্তারা বলেন, আলতাফ মাহমুদ সব সময় সাংবাদিকদের কল্যাণে ও আধিকার আদায়ের আন্দোলনে আগ্রণী ভূমিকা পালন করে গেছেন। অন্যায়ের সঙ্গে কখনও আপোস করেননি। সাদাসিধে জীবনযাবন করতেন আর সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন। তিন দিনের শোক কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় আরইউজে কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
×