ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বিধবার ভেঙ্গে দেয়া ঘরে আগুন

প্রকাশিত: ০৪:৩৩, ২৭ জানুয়ারি ২০১৬

রূপগঞ্জে বিধবার ভেঙ্গে দেয়া ঘরে আগুন

নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন ফুলচাঁন বেগম নামে এক বিধবার জমি দখলে নিতে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার হাটাব এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মঙ্গলবার সকালে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, হাটাব এলাকার বিধবা ফুলচাঁন বেগম পৈত্রিক সূত্রে মালিক হয়ে ৫ শতাংশ জমিতে বসতঘর নির্মাণ করে দীর্ঘ ৫০ বছর যাবত বসবাস করে আসছেন। এছাড়া বাড়িতে একটি তাঁতঘর রয়েছে। ওই বসতঘরের ৫ শতাংশ জমি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে একই এলাকার প্রতিপক্ষ ভূমিদস্যু বেলায়েত হোসেনসহ তার লোকজন। গত সোমবার দুপুর ২টার দিকে বেলায়েত হোসেনের নেতৃত্বে শিপন, জুয়েল, ফরহাদ, জিসান, রবিউল, মেহেদী, রুবেল, ফারুকসহ ১৫-২০ জনের একদল ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিধবা ফুলচাঁন বেগমের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে টিন দিয়ে নির্মাণাধীন দুটি বসতঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া বিভিন্ন প্রজাতির ফলদগাছ কেটে ফেলা হয়। প্রতিবাদ করতে গেলে বিধবা ফুলচাঁন বেগমকে লাঠিপেটা করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে, মঙ্গলবার ভোরে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া বসতঘরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সক্ষম হন। মামলার বাদী বিধবা ফুলচাঁন বেগম জানান, মামলা করার পর থেকে আসামি পক্ষের সন্ত্রাসীরা তাকেসহ তার পরিবারকে অব্যাহত হত্যার হুমকি দিয়ে আসছে। চট্টগ্রামে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অবৈধ স্বর্ণের ভা-ারে অভিযান চালিয়ে ২৫০টি স্বর্ণের বার ও নগদ ৬০ লাখ উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার নগরীর রিয়াজ উদ্দিন বাজার বাহার মার্কেটে গভীর রাত অবধি অভিযান চালিয়ে পুলিশ তিনটি লোহার সিন্দুক জব্দ করে। পরে কোতোয়ালি থানায় সিন্দুকগুলো খুলে একটিতে ২৫০টি স্বর্ণের বার, অপর একটিতে ৬০ লাখ টাকা পাওয়া যায়। তৃতীয় সিন্দুকটিতে কিছু পাওয়া যায়নি। এদিকে রাতে এসব স্বর্ণ ও টাকা উদ্ধার করা হলেও এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টায় খোঁজ নিয়ে জানা যায়, এখনও এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। কাউকে আটক করা যায়নি। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার মোঃ বাবুল আক্তার, বলেন, চোরাচালানের মাধ্যমে সোনা মজুদ করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রিয়াজ উদ্দিন বাজার বাহার মার্কেটের ৬ষ্ঠ তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই তলার ৪ নম্বর এবং ৮ নম্বর দুটি কক্ষ থেকে তিনটি সিন্দুক উদ্ধার করা হয়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সিন্দুকগুলো খুলতে না পেরে কোতোয়ালি থানা প্রেরণ করা হয়। রাতে সেখানে সিন্দুকগুলো অবমুক্ত করা হলে একটি সিন্দুকে কিছু পাওয়া যায়নি।
×