ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রাজশাহীতে অপহরণের ৬ দিনেও খোঁজ মেলেনি ব্যাংক কর্মকর্তার

প্রকাশিত: ০৪:৩২, ২৭ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে অপহরণের ৬ দিনেও খোঁজ মেলেনি ব্যাংক কর্মকর্তার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলায় অপহরণের ছয়দিন পরও সন্ধান মেলেনি এক্সিম ব্যাংকের কর্মকর্তা এআরএম আখতারুজ্জামানের। তার অপহরণের সঙ্গে ওই ব্যাংকের কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত করেছেন তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করে এমনই ইঙ্গিত দিয়েছেন তার ছোট ভাই এআরএম কায়সার জামান। তিনি বলেন, নিয়ম বহির্ভূতভাবে তার বড় ভাই আখতারুজ্জামানকে এক্সিম ব্যাংক থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর গত বছরের ১২ জুলাই তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের চার কর্মকর্তাসহ নয় জনের বিরুদ্ধে রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। মামলার পর ব্যাংকের প্রধান কার্যালয়ের মানব সম্পদ বিভাগ থেকে কয়েকবার ফোন করে মামলা তুলে নেয়ার জন্য তাকে হুমকি দেয়া হয় বলে দাবি করেন তিনি। অপহৃত আখতারুজ্জামানের মামলার আসামিরা হলেনÑ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ হায়দার আলী মিঞা, মানবসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন মজুমদার, সিজিওনাল ম্যানেজার মনিরুজ্জামান, সিনিয়র এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ডেশন প্রধান একিউএম শফিউল্লাহ, কুষ্টিয়া শাখার ম্যানেজার আবুল কাশেম, বগুড়া শাখার অপারেশন ম্যানেজার শফিকুল ইসলাম, রাজশাহী শাখার ম্যানেজার নুরুল হাবিব ও অপারেশন ম্যানেজার শাহিন কবির। কায়সার জামান আর বলেন, তার ভাইকে উদ্ধারে সহযোগিতা ও ব্যাংকের মাধ্যমে মামলা করার জন্য এক্সিম ব্যাংকের রাজশাহী শাখায় তাদের করা মামলার কপিসহ আবেদন নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ব্যাংকের ব্যবস্থাপক সেটি গ্রহণ করেননি বলেও জানান। সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অপহৃত ব্যাংক কর্মকর্তার পিতা আফছার উদ্দিন আহম্মেদ। এ সময় তিনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী হিসেবে তার ছেলেকে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান। এ সময় তার স্ত্রী শামীমা জামান জলি, ছোটভাই এআরএম হাসানুজ্জামানসহ অপহৃত ব্যাংক কর্মকর্তার দুই মেয়ে উপস্থিত ছিলেন। শিয়ালের কামড়ে নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৬ জানুয়ারি ॥ শিমুলকান্দি ইউনিয়নের তিনটি গ্রামে সোমবার রাতে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ নয় জন আহত হয়েছে। আহতদের প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাতে দুটি শিয়াল ঘরে ঢুকে ঘুমন্ত শিশু ও তার মাকে কামড়ায়, এ সময় তাদের চিৎকারে পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে শিয়ালদের তাড়া করলে পাশের গ্রাম রাজা কাটায় ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে। বাল্য বিয়ে মুক্ত নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ২৬ জানুয়ারি ॥ উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বেসরকারী সংস্থা সিএমইএস আয়োজনে মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ইউএনও মো. মিজানুর রহমান আড়পাঙ্গাশিয়া গ্রামকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করেছেন। এ সভায় বক্তব্য রাখেন আবদুল জলিল, জাহিদুল ইসলাম ও গোলাম আজম ও মো. নজরুল ইসলাম প্রমুখ।
×