ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে কুকুরের উপদ্রবে নগরবাসী বিপাকে

প্রকাশিত: ০৪:২৯, ২৭ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে কুকুরের উপদ্রবে নগরবাসী বিপাকে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে হঠাৎ পাগলা কুকুরের উৎপাত শুরু হয়েছে। একই দিনে নগরীর হড়গ্রাম এলাকায় পাগলা কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছে। সোমবার নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকাল থেকে কুকুর নিধন অভিযানে নামে। দুপুর পর্যন্ত ওই এলাকার চারটি কুকুরকে তারা পিটিয়ে মেরেছে। তবে যে কুকুরের কামড়ে এলাকাবাসী আহত হয়ে সেটিকে হত্যা করা সম্ভব হয়নি। এদিকে নগরীজুড়ে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা নামলেই বিভিন্ন রাস্তার মোড়ে এসব কুকুরের অত্যাচারে পথচারীদের পড়তে হয় বিপাকে। সোমবার হড়গ্রাম এলাকায় পাগলা কুকুরের কামড়ের শিকার হয়েছে হাবিবুল্লাহ নামে ১২ বছরের শিশু। তার মা শেফালী বেগম জানান, সকালে তার ছেলে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পাগলা কুকুরটি তেড়ে এসে ছেলেকে কামড় দেয়। তিন থেকে চার ঘণ্টার মধ্যে ওই এলাকার আরও ছয়জনকে কামড়ে আহত করে কুকুরটি। তিনি জানান, মঙ্গলবার সকালে ছেলেকে নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান ভ্যাকসিন দেয়ার জন্য। কিন্তু সেখানে ভ্যাকসিন পাননি। বাধ্য হয়ে ওষুধের দোকান থেকে কিনে ভ্যাকসিন দিতে হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রামেক হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত নার্স জানান, সরবরাহকৃত ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে নগরবাসীর অভিযোগ, নগরীর প্রতিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাহাড়ে অবৈধ অস্ত্র বন্ধ করতে হবে ॥ দীপঙ্কর নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৬ জানুয়ারি ॥ পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা জরুরী, তা নাহলে আসন্ন ইউপি নির্বাচনে পাহাড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা যোগ্য কোন প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে দিবে না। তাই সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার। বাংলাদেশ কৃষকলীগ রাঙ্গামাটি জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সোমবার বিকেলে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপঙ্কর তালুকদার এ কথা বলেন। কৃষকলীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি জাহিদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন, যুগ্ম সম্পাদক সমির চন্দ্র চন্দ, যুগ্ম সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য সান্তনা চাকমা। আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ২৬ জানুয়ারি ॥ অবশেষে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়ার পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাটা অংশ সংস্কার করেছে মেসার্স মা ব্রিকস ইটভাঁটির মালিক কবির মিয়া। আমতলীতে বাঁধ কেটে ইটভাঁটির রাস্ত। হুমকিতে ২৫ গ্রাম শীর্ষক স্বচিত্র প্রতিবেদন গত ২২ জানুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। মঙ্গলবার বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম গিয়ে কাটা বাঁধ সংস্কার করার নির্দেশ দেয়। ওইদিনই ইটভাঁটির মালিক বাঁধের কাটা অংশ সংস্কার করেছে।
×