ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাফুফের গঠনতন্ত্র সংশোধন

প্রকাশিত: ০৪:২২, ২৭ জানুয়ারি ২০১৬

বাফুফের গঠনতন্ত্র সংশোধন

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী এপ্রিলের শেষদিকে নির্বাচনকে সামনে রেখে গঠনতন্ত্রে সংশোধনী আনতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার বাফুফে ভবনে গঠনতন্ত্র সংশোধনী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনটি সংশোধনী প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। প্রস্তাবিত সংশোধনীগুলো পাঠানো হবে ফিফা সদর দফতরে। এ ব্যাপারে ফিফার স্পষ্ট ব্যাখ্যাও চাইবে বাফুফে। প্রথমেই যে সংশোধনীর আলোচনা হয়েছে সেটি হলো সরাসরি সরকারি কোনও পদে কর্মরত কেউ বাফুফের কাউন্সিলর হতে পারবেন কিনা বা তার উপস্থিতি বাফুফের স্বাধীনতায় কোন হস্তক্ষেপ হচ্ছে কিনা। ফিফা ২০০৮ সালে এক নির্দেশনায় বলেছিল ফুটবল ফেডারেশনে সরকারি কোন হস্তক্ষেপ থাকতে পারবে না, সরকারি কোন কর্মকর্তার উপস্থিতি ফিফার এই নির্দেশনার ব্যত্যয় কিনা তা জানতে চাইবে বাফুফে। দ্বিতীয়ত যে সংশোধনীর আলোচনা হয়েছে তা হলো: ভোটাধিকার নেই এমন কোন ব্যক্তি বাফুফের নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা? তৃতীয়ত বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা বিগত নির্বাচনে ভোটাধিকার পাননি, যদি ভোটাধিকার না থাকে তবে তাদের অবস্থান কী হবে, তাছাড়া নির্বাহী কমিটির সদস্যদের যদি ভোটাধিকার না থাকে তাহলে তারা প্রার্থী হবেন কিভাবে, সেটিরও ব্যাখ্যা জানতে চাইবে বাফুফে।
×