ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জোকোভিচ-ফেদেরার শেষ চারে

প্রকাশিত: ০৪:২১, ২৭ জানুয়ারি ২০১৬

জোকোভিচ-ফেদেরার শেষ চারে

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ চার থেকেই ছিটকে পড়বেন একজন ফেবারিট। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের এক নম্বর সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্বের তিন নম্বর সুইজারল্যান্ডের রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৭ নম্বর বাছাই জাপানের কেই নিশিকোরিকে সরাসরি ৬-৩, ৬-২ ও ৬-৪ সেটে পরাজিত করে শেষ চারে ওঠেন। আর ফেদেরার কিছুটা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হন। শেষ পর্যন্ত ৬ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে সরাসরি ৭-৬ (৭-৪), ৬-২ ও ৬-৪ সেটে পরাজিত করে জায়গা করে নেন সেমিতে। শেষ চারেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে ফেদেরারকে। কারণ ফাইনালে ওঠার পথে সবচেয়ে বড় বাধা জোকোভিচের সামনে দাঁড়াতে হবে তাকে। জোকোভিচের সঙ্গে এর আগে ৪৪ ম্যাচ খেলেছেন ফেদেরার। ফলাফল ২২-২২ সমতা। জোকোভিচ সেমিতে উড়িয়ে দিয়েছেন নিশিকোরিকে। বিশ্বের ৭ নম্বর এ জাপানিজ তারকা কোন সেটেই তেমন বড় কোন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। ৫ বার মেলবোর্ন পার্কে শিরোপাধারী সার্বিয়ান জোকোভিচ এবারও চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন দুর্দান্ত গতিতে। সিলেটে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কানাডা দল অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে সিলেট এসে পৌঁছেছে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কানাডা ক্রিকেট টিম। মঙ্গলবার নভো এয়ারলাইন্সের পৃথক ফ্লাইটে এসব দলের খেলোয়াড়রা সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেন। দুপুর সোয়া ১২টায় আফগানিস্তান ও পাকিস্তান, পরে বেলা সোয়া ১টায় একই এয়ারলাইন্সের অপর এক ফ্লাইটে আসে শ্রীলঙ্কা ও কানাডা। চারটি দেশের খেলোয়াড়রা ওসমানী বিমানবন্দরে পৌঁছার পর তাদের কড়া নিরাপত্তায় সিলেট নগরীর উপশহরস্থ রোজভিউ হোটেলে নিয়ে যাওয়া হয়। এই হোটেলেই খেলোয়াড়রা অবস্থান করবে। এদিকে বিকেলে কানাডা ও শ্রীলঙ্কা ক্রিকেট টিম অনুশীলন সিলেট জেলা স্টেডিয়ামে। অপর দু’টি দল আফগানিস্তান ও পাকিস্তান সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে অনুশীলন করবে। বুধবার থেকে বাংলাদেশে অনুর্ধ-১৯ যুব ক্রিকেট বিশ্বকাপে সিলেটের দু’টি ভেন্যুতে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৮ ও ৩০ জানুয়ারি সিলেট জেলা স্টেডিয়াম ও বিভাগীয় স্টেডিয়ামে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে একটি খেলার মধ্য দিয়ে সিলেট পর্ব শেষ হবে।
×