ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হকির দলবদল

আবাহনীর ঘরে জাতীয় দলের চার খেলোয়াড়

প্রকাশিত: ০৪:২১, ২৭ জানুয়ারি ২০১৬

আবাহনীর ঘরে জাতীয় দলের চার খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার ॥ প্রিমিয়ার হকি লীগের গতবারের চ্যাম্পিয়ন দল ঢাকা আবাহনী লিমিটেড। এবারও শিরোপা ধরে রাখতে চায় তারা। সে লক্ষ্যে আসন্ন হকি মৌসুমে শক্তিশালী দলগঠন করেছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আগেরদিন হাতি-ঘোড়া-ব্যান্ডপার্টি নিয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিল। সে তুলনায় অনেকটা সাদামাটাভাবেই দলবদল সারলো আবাহনী। মঙ্গলবার মওলানা ভাসানী স্টেডিয়ামে তিনদিনব্যাপী প্রিমিয়ার ডিভিশন হকির দলবদলের শেষ দিনে জাতীয় হকি দলের চার তারকাসহ মোট ১৫ জনকে স্বাক্ষর করায় আবাহনী। এরা হলেন : গোলরক্ষক অসীম গোপ, খোরশেদুর রহমান, ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিটুল এবং মিডফিল্ডার রোম্মান সরকার। আবাহনীর দলবদলের বৈশিষ্ট্য হলো তাদের স্বীকৃত কোনও দেশী ফরোয়ার্ড নেই। এ বিভাগে তারা পুরোপুরি বিদেশীর উপর নির্ভর থাকবে। দলের কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড আলমগীর আলম। তিনি বলেন, ‘বিভিন্ন সার্ভিসেস দলে খেলা বা চাকরি করার সুবাদে দেশের শীর্ষ হকি খেলোয়াড়দের এবার সম্মানী অনেক কম দেয়া হচ্ছে। সার্বিকভাবে এটি হকির জন্য ইতিবাচক নয়, আশাকরি আগামীতে এ চিত্র বদলে যাবে।’ নিজ দল সম্পর্কে আলমগীর বলেন, ‘আবাহনী মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনে বিদেশী খেলোয়াড়দের ওপর নির্ভর করবে। অন্যান্য বিভাগে দেশের সেরা খেলোয়াড়ই নেয়া হয়েছে। বিদেশীদের সমন্বয়ে আমাদের দলই সেরা হবে এবং আমরা আমাদের শিরোপা অক্ষুণœ রাখার জন্যই মাঠে নামবো।’ জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপের বিশ্বাস আবাহনী শিরোপা অক্ষুণœ রাখবে। তিনি আরও বলেন, ‘আবাহনী খেলেই শিরোপার জন্য, দলে রয়েছে নবীন ও অভিজ্ঞতার সমন্বয়। শুনেছি ভাল বিদেশী খেলোয়াড় আনা হবে। আমি আত্মবিশ্বাসী আবাহনী চ্যাম্পিয়ন হবে।’ আবাহনী হকি দলে যারা যুক্ত হলেন তারা হচ্ছেন: অসীম গোপ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, রোম্মান সরকার, মশিউর রহমান বিপ্লব, শেখ মো. নান্নু, মাকসুদ আলম হাবুল, শোয়েব, মেহেদী, আজিজ, তানজিল, রাজিব, ওয়ালিদ, মিজু ও রুবেল। উপদেষ্টা কোচ হিসেবে আছেন মাহবুব হারুন।
×