ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও নতুন রেকর্ড গড়তে চান বোল্ট

প্রকাশিত: ০৪:২০, ২৭ জানুয়ারি ২০১৬

আরও নতুন রেকর্ড গড়তে চান বোল্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ট্র্যাক এ্যান্ড ফিল্ডে ৮ বছর কাটিয়ে দিয়েছেন। তখন থেকেই একক আধিপত্য জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের। সর্বকালের সবচেয়ে গতিধর মানব বোল্ট ইতোমধ্যেই কিংবদন্তি হয়ে গেছেন। তবে এবার গতিতে রাশ টানার সময় হয়ে গেছে। ২০১৭ সালে লন্ডনে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপসে অংশ নেয়ার পরই ট্র্যাক এ্যান্ড ফিল্ডকে বিদায় দেবেন এমনটাই জানিয়েছিলেন তিনি। কিন্তু সেটাকে বাড়িয়ে ২০২০ অলিম্পিক পর্যন্ত থাকার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন বোল্ট। তাছাড়া ১০০ মিটারের বিশ্বরেকর্ড ধারী ২০০ মিটার স্প্রিন্টে যে রেকর্ড গড়েছেন তা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। ২০০ মিটারে নতুন রেকর্ড গড়তে চান তিনি। ৬টি অলিম্পিক স্বর্ণ জিতেছেন দুই অলিম্পিকে অংশ নিয়ে। এবার আরেকটি অলিম্পিক আসন্ন। নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার দারুণ সুযোগ বোল্টের। আর ২৯ বছর বয়সী বোল্টও চাইছেন ২০০ মিটারে নতুন রেকর্ড গড়তে। কিন্তু অবসর নিয়ে ফেলার বিষয়ে ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপসের কথা বলেছিলেন বোল্ট। এবার তৃতীয় অলিম্পিকই শেষবার অলিম্পিকে অংশগ্রহণ করার কথা ছিল তার। কিন্তু তার কোচ গ্লেন মিলস মনে করছেন বোল্টের এখনও যে শক্তি-সামর্থ্য আছে সে অনুসারে চতুর্থ অলিম্পিকেও অনায়াসে অংশ নিতে পারবেন। আর সে জন্যই বিষয়টি নিয়ে নতুন করে ভাবছেন এ জ্যামাইকান স্প্রিন্টার। এ বিষয়ে বোল্ট বলেন, ‘কোচ মনে করছেন আমি চাইলে ২০২০ অলিম্পিকেও অংশ নিতে পারি। কিন্তু আমি বলছি না যে আমি সেটাই করতে পারব। কোচ আমাকে বলছেন এ বিষয়ে সবসময় কথা বলা থামিয়ে দিতে। শুধু আগামী দুই বছর এভাবেই চলা যাক এবং দেখা যাক কি ঘটে। কারণ যতই বয়সটা বাড়বে ততোই ভালভাবে অনুশীলন করাটা কঠিন হয়ে যাবে। সুতরাং ৩২, ৩৩, ৩৪ বছর বয়সে কাজের চাপটা অনেক বেশি থাকবে। আমি যদি অনুভব করি যে পারব, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করব। আমি সেরা অবস্থানে থাকতেই চলে যেতে চাই। আমি যখন দেখব যে অতটা বেশি কঠোর শ্রম দিতে পারছি না, সেক্ষেত্রে অবশ্যই এটা চালিয়ে যাব না।’ বোল্ট সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা স্প্রিন্টার মাইকেল জনসনের কাছ থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে পরামর্শ নিচ্ছেন। জনসন ২০০ ও ৪০০ মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন। তার সঙ্গেই নিজের ভবিষ্যত পরিকল্পনা করছেন বোল্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মাইকেল জনসনকে জিজ্ঞেস করেছি আধিপত্য থাকা সত্ত্বেও কেন তিনি অবসর নিলেন। পরে তিনি জানিয়েছেন- দেখো আমি এই ক্রীড়ায় সবকিছুই করে ফেলেছি। আমি শীর্ষে ছিলাম, কেন আমি তাহলে আরও চালিয়ে যাব?’ বোল্ট জানিয়েছেন তিনি কোনভাবেই বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের মতো হতে চান না। জর্ডান অবসর ভেঙ্গে ফিরে এসে ব্যর্থ হয়েছিলেন। এ বিষয়ে বোল্ট বলেন, ‘তিনি যখন দারুণ অবস্থানে ছিলেন তখন অবসরে গিয়েছিলেন। আবার ফিরলেন ঠিকই কিন্তু তার ক্যারিয়ারের প্রতি এতে করে সামান্য হলেও একটা তামাশা যোগ করেছেন।’ বোল্ট এবার অলিম্পিকে দুর্দান্ত কিছু করতে চান। বিশেষ করে ২০০ মিটার নিয়ে তার বিশেষ পরিকল্পনা আছে। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি সবকিছু পরিকল্পনা মাফিক ঘটে সেক্ষেত্রে দারুণ এক অলিম্পিক কাটবে বলে আশা করছি। সবাই আমাকে আবার বিজয়ী দেখতে চায়। কিন্তু আসলে সবাই রেকর্ডটাই দেখতে উদগ্রীব থাকে। আমার সবচেয়ে বড় লক্ষ্য যেটা তা হচ্ছে ২০০ মিটারে নতুন রেকর্ড গড়া। আমি প্রথম ব্যক্তি হিসেবে ১৯ সেকেন্ডে শেষ করতে চাই।’
×