ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভুল থেকে শিক্ষা নিতে বললেন আফ্রিদি

প্রকাশিত: ০৪:১৯, ২৭ জানুয়ারি ২০১৬

ভুল থেকে শিক্ষা নিতে বললেন আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার ॥ আরও ছয় মাস আগে শহীদ আফ্রিদি বলেছিলেন, বিশ্বকাপের আগেই সেরা কম্বিনেশন বেছে নিতে হবে। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করা যাবে না। কিন্তু মাঠে তার প্রতিফলন নেই। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ টি২০’র প্রথমটিতে জিতেও শেষ পর্যন্ত ২-১এ হেরে যায় আফ্রিদির পাকিস্তান। টি২০ বিশ্বকাপের আর দুই মাস বাকি। তাই ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে হবে বলে মনে করছেন আধুনিক পাকিস্তানের জনপ্রিয়তম এই ক্রিকেটার। ছোট্ট ফরমেটের অধিনায়ক বলেন, ‘নিউজিল্যান্ডে টি২০ সিরিজে আমাদের প্রতি যতটুকু প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণে ব্যর্থ হয়েছি। প্রথম ম্যাচে জয়ী হলেও শেষ দু’টি ম্যাচে আমরা লড়াইয়ের মানসিকতা দেখাতে পারিনি। আমরা যদি ভুলগুলো থেকে শিক্ষা নিতে না পারি ও নিজেদের পারফর্মেন্সের গ্রাফ উন্নীত করতে না পারি তবে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ভাল কিছু আশা করা যায় না।’ নিউজিল্যান্ড সফরে গত সপ্তাহে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে হারার পরে পাকিস্তানের টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদি দলীয় পারফর্মেন্সের উন্নতির আহ্বান জানিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে জিতলেও পরের দুই ম্যাচে ১০ উইকেট ও ৯৫ রানে পরাজিত হয়ে হতাশ করে পাকিস্তান। টি২০তে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। বাংলাদেশে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এশিয়া কাপ ও ভারতে ১১ মার্চ-৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। তবে এই দু’টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে পাকিস্তানী খেলোয়াড়দের প্রতি কোন ধরনের সতর্কবার্তা নয় বরং নিজেদের পারফর্মেন্সের উন্নতির চেষ্টার আহ্বান জানিয়েছে আফ্রিদি। প্রত্যাশা পূরর্ণে ব্যর্থতার ক্ষেত্রে আফ্রিদি বিশেষ করে ব্যাটসম্যান উমর আকমল ও আহমেদ শেহজাদের হতাশাজনক পারফর্মেন্সের বিষয়টি সামনে নিয়ে আসেন। তিনি বলেন, উমর ও শেহজাদ পাকিস্তানের হয়ে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে যে ধরনের সুযোগ পেয়েছেন তা অনেকেই পায় না। সে কারণেই সময় শেষ হয়ে যাবার আগেই তাদের নিজেদের প্রমাণ করতে হবে। আমার নিজের পারফর্মেন্সও এখানে বিবেচ্য। অধিনায়কের দিকে সবাই তাকিয়ে থাকে। আমি জানি আমার রান ও উইকেট দখল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সামনের দু’টি ইভেন্টে নিজের দিকেও আমাকে দেখতে হবে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসরগ্রহণ করা আফ্রিদি পাকিস্তানী ক্রিকেট কর্তৃপক্ষের কাছে ঘরোয়া ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোরও আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই পুরো পদ্ধতির উন্নতি করতে হবে। বিশেষ করে স্কুল ক্রিকেটের দিকে নজর দিতে হবে। ভবিষ্যতের জন্য যা দারুণ গুরুত্বপূর্ণ। টি২০ সিরিজ হারের পর ইতোমধ্যে তিন ওয়ানডের প্রথমটিতে বড় ব্যবধানে হারে আজহার আলির পাকিস্তান। যেখানে টি২০’র অনেক ক্রিকেটার রয়েছেন। সুতরাং এই সফরেই ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য সহজ নয়। যদিও নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দলগুলোর অতীত ইতিহাস মোটেই সুখকর নয়। ক’দিন আগে শ্রীলঙ্কা সেখানে গিয়ে নাস্তানাবুদ হয়ে এসেছে। অস্ট্রেলিয়ায় নাজুক অবস্থা মোড়ল ভারতীয়দের। সুতরাং এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের বিষয়ে আফ্রিদির খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয় বলেই বিশ্লেষকদের ধারণা। কারণ বাংলাদেশ ও ভারতের মাটিতে আসন্ন এই দু’টি টুর্নামেন্টে অনুকূল পরিবেশে খেলার সুযোগ পাবে পাকিস্তান।
×