ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বহুমুখী সঙ্কটে দেশের হস্তশিল্প

প্রকাশিত: ০৪:১৩, ২৭ জানুয়ারি ২০১৬

বহুমুখী সঙ্কটে দেশের হস্তশিল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি আয়ে অপার সম্ভাবনা থাকলেও বহুমুখী কারণে এগোতে পারছে না হস্ত ও কারুশিল্প। এ শিল্পের বিকাশ ও সম্প্রসারণে কারুপল্লী, হস্তশিল্প গবেষণা ও ডিজাইন উন্নয়নে ট্রেনিং ইনস্টিটিউট এবং দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে হস্তশিল্পের প্রদর্শনকেন্দ্র চায় বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বাংলাক্রাফট)। হস্তশিল্প বিশ্লেষকরা জানান, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হস্তশিল্পের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো। কেন্দ্রীয়ভাবে কোন প্রদর্শনী কেন্দ্র না থাকায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছানো যাচ্ছে না এসব পণ্য। এছাড়া বাঁশ-বেতের চাষাবাদ কমে যাওয়ায় দেখা দিচ্ছে কাঁচামাল সঙ্কট। বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বাংলাক্রাফট) সেক্রেটারি শাহ জালাল বলেন, দেশের হস্তশিল্পকে এগিয়ে নিতে কারুপল্লী গড়ে তোলা জরুরী। এক্ষেত্রে ঢাকার অদূরে ১০০ একর জমি নিয়ে ক্রাফট ভিলেজ করা যেতে পারে। যেখানে সার্ভিস ডিজাইন সেন্টারসহ হস্তশিল্পের কারখানা থাকবে। তিনি জানান, হস্তশিল্প গবেষণা ও ডিজাইনের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা প্রয়োজন। যদিও ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হস্তশিল্প গবেষণা ও ডিজাইন উন্নয়নে ট্রেনিং ইনস্টিটিউটের স্থাপন করতে কাকরাইলে এক খ- জমি বরাদ্দ দেন। তবে সরকার পরিবর্তন হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। আজও সেই জমি মেলেনি। তিনি বলেন, বিদেশী ক্রেতাদের কাছে হস্তশিল্পের পণ্য পৌঁছাতে কেন্দ্রীয়ভাবে প্রদর্শনী কেন্দ্র নির্মাণ ছাড়াও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর সামনে প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। ফেব্রুয়ারিতে ভারতে ব্যান্ডউইথ রফতানির কার্যক্রম শুরু অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ভারতে ব্যান্ডউইথ রফতানির কার্যক্রম শুরু করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। এজন্য ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএনএসএল সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গত ডিসেম্বর মাসের শুরুতেই রফতানি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে কিছু কারিগরি কাজের বিলম্ব হওয়ায় ওই সময় এই কার্যক্রমটি শুরু করা সম্ভব হয়নি। তবে ব্যান্ডউইথ রফতানির সব প্রস্তুতি ছিল বাংলাদেশের পুঁজিবাজারের যোগাযোগ খাতের এই কোম্পানিটির। ভারতের দ্যা হিন্দুর এক খবরে বলা হয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই ইন্টারনেট আমদানি শুরু করবে বিএনএসএল। প্রতিষ্ঠানটির ত্রিপুরা রাজ্য শাখার মহাব্যবস্থাপক ইউসি ভৌমিকের বরাত দিয়ে দ্যা হিন্দুর ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই ব্যান্ডউইথ আমদানির ফলে বিএনএসএল বছরে ২০ কোটি রুপী আয় করবে। অপরদিকে, ১০ জিবি ব্যান্ডউইথ রফতানি করে বিএসসিসিএলের বছরে আয় হবে ১২ লাখ মার্কিন ডলার। আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আজ মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আখাউড়া স্থলবন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেখানকার ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। বুধবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।
×