ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিটাগাং চেম্বারের ৫ দিনব্যাপী শতবর্ষ পালন উৎসব শুরু আজ

প্রকাশিত: ০৪:১২, ২৭ জানুয়ারি ২০১৬

চিটাগাং চেম্বারের ৫ দিনব্যাপী শতবর্ষ পালন উৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জমকালো আয়োজনে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ৫ দিনব্যাপী শতবর্ষ পালন উৎসব শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে গ্রহণ করা হয়েছে বর্ণাঢ্য কর্মসূচী। দেশের অন্যতম প্রাচীনতম এ চেম্বারের শতবর্ষ উদ্যাপনকে ঘিরে ব্যবসায়ী ও বিভিন্ন ট্রেড বডিগুলোর মধ্যে পরিলক্ষিত হচ্ছে সাজ সাজ রব। এ উৎসবের মধ্যেই উদ্বোধন হবে দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ জানুয়ারি এ বিশ্ববাণিজ্য কেন্দ্র উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ্যাসোসিয়েশনের (এশিয়া-প্যাসিফিক) ভাইস চেয়ারম্যান স্কট জিউয়ান। এছাড়া তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও নেপালসহ বেশকিছু দেশের চেম্বারের নেতৃবৃন্দ এ উৎসবে অংশগ্রহণ করবেন। ১১০ বছরের পুরনো এ চেম্বার দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে চায় উদীয়মান অর্থনীতি হিসেবে। এ লক্ষ্যে গ্রহণ করা হয়েছে ব্যাপক প্রস্তুতি এবং হাতে নেয়া হয়েছে বিশাল আয়োজন। প্রধানমন্ত্রী আসছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনে, তাই নগরীর আগ্রাবাদ এলাকায় চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সড়কদ্বীপ ও সড়কের দু’পাশে পড়ছে রং তুলির আঁচড়। এছাড়া ব্যবস্থা করা হচ্ছে পর্যাপ্ত আলোকসজ্জার। উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরুর জন্য সাজছে চিটাগাং চেম্বার নির্মিত ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।’ মঙ্গলবার আগ্রাবাদ এলাকায় গিয়ে দেখা যায়, পুরো এলাকাতেই ব্যাপক প্রস্তুতির চিত্র। সাজানো হয়েছে ২২ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবন। ফ্লোরগুলোকে সাজানোর কাজ চলছে। এ নিয়ে মহাব্যস্ত চেম্বার কর্মকর্তারা। কোন রকমের সরকারী সহযোগিতা কিংবা ব্যাংক ঋণ ছাড়াই চট্টগ্রামের আগ্রাবাদে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেখানে থাকবে দেশী-বিদেশী বিখ্যাত প্রতিষ্ঠানসমূহের অফিস ও স্থায়ী পণ্য প্রদর্শনী কেন্দ্র। বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে এক মহাপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে চিটাগাং চেম্বার। উৎসব উদ্যাপন কমিটির চেয়ারম্যান সংসদ সদস্য এমএ লতিফ বলেন, চিটাগাং চেম্বারের শতবর্ষ উদ্যাপনে স্লোগান রাখা হয়েছে ‘ব্র্যান্ডিং চিটাগং’। বিভিন্ন শিল্প পণ্যের পাশাপাশি বাংলাদেশের পর্যটনকে তুলে ধরার পরিকল্পনা নেয়া হয়েছে। আগত অতিথিদের দেখানো হবে রাঙ্গামাটি, কক্সবাজার, সেন্টমার্টিন, সুন্দরবনসহ বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো। তিনি বলেন, ওয়ার্ল্ড ট্রেন সেন্টার নির্মাণের ফলে বাংলাদেশও বিশ্ববাণিজ্যের নেটওয়ার্কে যুক্ত হলো। বর্তমানে বিশ্বের ৯১টি দেশে ৩৩০টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার একটি নেটওয়ার্কে যুক্ত। পার্শ্ববর্তী ভারতে ১৪টি এবং পাকিস্তানে ৩টি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থাকলেও বাংলাদেশে একটিও ছিল না। চিটাগাং চেম্বার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ চ্যালেঞ্জে সফল হয়েছে। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম জনকণ্ঠকে বলেন, একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রধান সমুদ্রবন্দর ও আমদানি রফতানি কার্যক্রমে গতিশীলতা আনয়নের ক্ষেত্রে চিটাগাং চেম্বার অগ্রণী ভূমিকা রেখে চলেছে, এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। রংপুর ও কুমিল্লা জেলায় মান নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হচ্ছে স্টাফ রিপোর্টার ॥ পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে আরও বিস্তৃত করতে বিএসটিআই কর্তৃক রংপুর ও কুমিল্লা জেলা সদরে মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে ব্যক্তি মালিকানাধীন ভবনে কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে নির্মিত হবে নিজস্ব ভবন ও অফিস। জেলাপর্যায়ে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত ভবনে স্থাপন করা হবে অফিস-কাম-ল্যাবরেটরি, যার মাধ্যমে জেলা দুটিতে মান নিয়ন্ত্রণের এ কার্যক্রম পরিচালিত হবে। মঙ্গলবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৩০তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিএসটিআইকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, গুণগতমানের ওপর জনগণের জীবনের সুরক্ষার বিয়টি নির্ভর করছে। শিশুখাদ্যে ভেজাল দেয়া হলে, তা মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এটি প্রতিরোধের দায়িত্ব বিএসটিআইয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বর্তায়। সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক প্রমুখ।
×