ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিড়াল নিয়ে সংসার

প্রকাশিত: ০৩:২৭, ২৭ জানুয়ারি ২০১৬

বিড়াল নিয়ে সংসার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৯৯২ সালে লিনিয়া লাতানজিয়োর বাবা বলেছিল একটি বিড়াল ঘরে নিয়ে আসতে। খুশিতে ডগমগ হয়ে লিনিয়া নিয়ে এসেছিল ১৫টি। এখন ওর সঙ্গে থাকে এক হাজার এক শ’টি বিড়াল। তাদের মধ্যে ৮০০টি বড় আর ৩০০টি ছোট। ১২ একর জমির ওপর বিড়ালদের নিয়ে সংসার করছেন লিনিয়া (৬৭)। সবাই এখন তাকে ক্যাট লেডি বলে। -জি নিউজ মাছের সংখ্যা ছাপিয়ে যাবে প্লাস্টিকে প্রতি বছর প্লাস্টিকের ব্যবহার বাড়ছে ৪ দশমিক ৮ শতাংশ হারে। প্লাস্টিকের বর্জ্য সমুদ্রে ফেলার জন্য সমুদ্র দূষিত হচ্ছে। এটি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আগামী ২০৫০ সালের মধ্যে মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে। গত ৫০ বছরে প্লাস্টিকের ব্যবহার ৫০ শতাংশ বেড়েছে। আগামী ২০ বছরে তা দ্বিগুণ হবে এবং ৫০ সালের মধ্যে তিনগুণ বাড়বে। তখন প্লাস্টিকের ব্যবহারের পরিমাণ গিয়ে দাঁড়াবে ১,১২৪ মিলিয়ন টন। সমুদ্রে এখন মাছ ও প্লাস্টিকের অনুপাত ১:৫। ২০৩০ সালে তা হবে ১:৩। -ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
×