ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রজাতন্ত্র দিবসে শৌর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরল ভারত

প্রকাশিত: ০৩:২৬, ২৭ জানুয়ারি ২০১৬

প্রজাতন্ত্র দিবসে শৌর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরল ভারত

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে মঙ্গলবার। এ উপলক্ষে নয়াদিল্লীর বৃক্ষরাজি শোভিত জমকালো প্রশস্ত রাজপথে আয়োজিত কুচকাওয়াজ প্রদর্শন করা হয়েছে দেশের সামরিক শৌর্য ও বহুমুখী সংস্কৃতিকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফররত ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। ৩৫তম ফরাসী পদাতিক বাহিনীর একটি দলকে এই প্রথম কুচকাওয়াজরত সেনা দলগুলোকে নেতৃত্ব দেয়ার সম্মান দেয়া হয়। দলটি পাখির পালক শোভিত শিরস্ত্রাণ পরে তাদের নৈপুণ্য প্রদর্শন করে। তাদের আগে সেনাদল পাইপ ব্যাগ ও ড্রাম বাজিয়ে ডান হাত বুকে রেখে এক অভিনব নিয়মে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া গেটে নাম না জানা জীবন উৎসর্গকারী সৈন্যদের স্মরণে নির্মিত অমর জোয়ান জ্যোতিতে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন যুদ্ধে নিহত অসংখ্য ভারতীয় সৈন্যের সম্মানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মোদি এরপর গাড়িতে করে অভিবাদন স্থানে যান এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে স্বাগত জানান। রাষ্ট্রপতির দেহরক্ষী অভিবাদন জানায়। ভারতের ত্রিবর্ণ একটি পতাকা মেলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষতম শৌর্যপদক অশোকচক্র প্রদানকালে এ জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই বছর মরণোত্তর এ পুরস্কার দেয়া হয় প্যারাস্যুট রেজিমেন্টের ল্যান্সনায়েক মোহন নাথ গোস্বামীকে। পুরস্কার গ্রহণ করেন গোস্বামীর বিধবা স্ত্রী। মোহন নাথ গোস্বামী গত সেপ্টেম্বর কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে তার জীবন উৎসর্গ করেন। গোস্বামীর বিধবাকে পদক ও প্রশংসাপত্র প্রদানকালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মুখম-ল বেশ ভাবগম্ভীর দেখা যায়। উপরাষ্ট্রপতি হামিদ আনসারী, তিন বাহিনীর প্রধানগণ ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকরা দেড় ঘণ্টার এ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
×