ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শীঘ্রই বড় ধরনের জঙ্গী হামলা হতে পারে ॥ হুঁশিয়ারি ইউরোপোলের

ইউরোপে গোপন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন আইএসের

প্রকাশিত: ০৩:২৩, ২৭ জানুয়ারি ২০১৬

ইউরোপে গোপন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন আইএসের

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ইউরোপজুড়ে শীঘ্রই বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এবং এই হামলা বাস্তবায়নে তারা দুর্দশাগ্রস্ত শরণার্থীদের রিক্রুট করতে পারে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইউরোপোল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি হুঁশিয়ার করে বলেছে, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোতে ‘বিশেষ বাহিনী স্টাইলে’ হামলা চালাতে ইউরোপজুড়ে গোপন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে। নেদারল্যান্ডসের হেগভিত্তিক সংস্থা ইউরোপোলের প্রধান রব ওয়াইনরাইট বলেছেন, ইউরোপে একটি নির্দিষ্ট লক্ষ্যসহ বৈশ্বিক মঞ্চে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানোর নতুন যুদ্ধশৈলীর সক্ষমতা অর্জন করেছে আইএস। রাজধানী আমস্টারডামে ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর আইএসের হামলা সম্পর্কে বক্তব্যের পর তিনি এ কথা বলেনে। ফরাসী মন্ত্রী বলেছেন, ইসলামপন্থী জঙ্গীরা প্যারিসে আরেকটি কনসার্টে এবং রাজধানীর রাস্তাগুলোয় গণহত্যা চালানোর পরিকল্পনা করেছিল। ইউরোপোলে নতুন ইউরোপীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্র উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে ওয়াইনরাইট বলেন, ইউরোপে হামলা চালানোর ইচ্ছা ও সক্ষমতা দুই-ই আইএসের আছে। প্যারিসে জঙ্গী হামলার পরও ওয়াইনরাইট ইউরোপজুড়ে এ রকম আরও হামলা হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। ইউরোপোল বলেছে, সিরিয়া থেকে ঘাঁটি পৃথক করে আইএস ইইউ ও বলকান দেশগুলোতে ছোট স্কেলে প্রশিক্ষণ ক্যাম্প খুলেছে। সংস্থাটি সন্ত্রাসবাদ ও সুসংগঠিত অপরাধের বিরুদ্ধে ইইউ পুলিশী প্রচেষ্টা সমন্বয় করে। ইইউভুক্ত দেশগুলোর নিরাপত্তা সংস্থাগুলো আট সপ্তাহ আগে আলাপ-আলোচনা করে যে উপসংহার টেনেছিল তার ওপর ভিত্তি করেই আট পাতার এক প্রতিবেদনে ইউরোপোল এ আশঙ্কার কথা জানায়। সংস্থাটি জানায়, যুদ্ধ করতে এবং পুলিশী জিজ্ঞাসাবাদ প্রতিরোধে জিহাদীদের প্রস্তুত করতে বেঁচে থাকার প্রশিক্ষণ ও ক্রীড়া কার্যক্রম প্রশিক্ষণ ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে পারে আইএস। যারা ইউরোপে পালিয়ে এসেছে এবং যে দেশগুলো তাদের আশ্রয় দিয়েছে, সেখানেই হামলা চালাতে জঙ্গী সংগঠনটি ওই সব শরণার্থীকে রিক্রুট করতে পারে। তবে কোন্ দেশগুলোতে এমন প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে সেসব তথ্য প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে ইউরোপোল। -টেলিগ্রাফ ও গার্ডিয়ান।
×