ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

প্রকাশিত: ০১:০৭, ২৬ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি এবং শক্তি খাতের কোম্পানি ইস্টার্ন লু্ব্িরকেন্টস মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থেকে লেনদেন শেষ করেছে। দিনটিতে কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৪০ টাকা ৬ পয়সা বা ৭ দশমিক ৪৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৫৮২ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানির ৫ হাজার ৬৬৭টি শেয়ার ৪৬ বারে লেনদেন হয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা বা ৮ দশমিক ৬০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৭ টাকা ৯০ পয়সা দরে। কোম্পানির ১৬ লাখ ৫ হাজার ২৪৮টি শেয়ার ১ হাজার ২৮৬ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বেড়েছে ১২ টাকা ১ পয়সা বা ৭ দশমিক ২১ শতাংশ। এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স কর্পোরেশন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং প্রগতি ইন্স্যুরেন্স।
×