ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অবশেষে আমতলীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের কাটা বাঁধ সংস্কার

প্রকাশিত: ০০:০৪, ২৬ জানুয়ারি ২০১৬

অবশেষে আমতলীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের কাটা বাঁধ সংস্কার

নিজস্ব সংবাদদাতা,আমতলী (বরগুনা) ॥ অবশেষে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়ার পাউবোর বন্যা নিয়ন্ত্রন বাঁধের কাটা অংশ সংস্কার করেছে মেসার্স মা ব্রিকস ইটভাটার মালিক কবির মিয়া । আমতলীতে বাঁধ কেটে ইটভাটির রাস্তা। হুমকিতে ২৫ গ্রাম শীর্ষক স্বচিত্র প্রতিবেদন গত ২২ জানুয়ারী দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত হয়। এ সংবাদ প্রকাশিত হওয়ার পরে পাউবোর উর্ধতন কর্তৃপক্ষের মধ্যে তোলপাড়া শুরু হয়। মঙ্গলবার বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম গিয়ে কাটা বাঁধ সংস্কার করার নির্দেশ দেয়। ওইদিনই ইটভাটির মালিক বাঁেধর কাটা অংশ সংস্কার করেছে। জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়ার ৩ বছর পূর্বে মেসার্স মা ব্রিকস মালিক কবির মিয়া একটি ঝিকঝাঁক ইটভাটির নির্মাণ করে। শ্রমিকদের কাজের সুবিধার জন্য ইটভাটি সংলগ্ন আমতলী উপ-বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের ৪৩/২এফ পোল্ডারের বন্যা নিয়ন্ত্রনের বাঁধ কেটে ইটভাটির রাস্তা নির্মাণ করে। বাধঁ কাটায় সামুদ্রিক জলোচ্ছাসসহ যাতায়াতে গুলিশাখালী ইউনিয়নের ২৫ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে গত ২২ জানুয়ারী দৈনিক জনকন্ঠ পত্রিকায় আমতলীতে বাঁধ কেটে ইটভাটির রাস্তা। হুমকিতে ২৫ গ্রাম শীর্ষক স্বচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরে নড়েচড়ে বসে পাউবোর উর্ধতন কর্তৃপক্ষ। মঙ্গলবার বরগুনার পাউবোর নির্বাহী প্রকৌশলী এস এস শহীদুল ইসলাম গিয়ে বাঁধের কাটা অংশ সংস্কার করেছেন।
×