ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

প্রকাশিত: ০০:০২, ২৬ জানুয়ারি ২০১৬

ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে মঙ্গলবার দুপুরে লাশবাহী এ্যাম্বুলেন্সকে পিছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই এয়াকুব আলী নামের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা যান এবং অপর ২ যাত্রী আহত হন । প্রত্যক্ষদশী ও হাসপাতাল সূত্রে জানাযায়, চট্রগ্রাম হাসপাতালে ভূমিষ্ঠ মৃত ভাগিনার লাশ নিয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এয়াকুব আলী (৩০) এ্যাম্বুলেন্স (চট্র মেট্রো ছ-৭১-০০৯২) যোগে গফরগাঁও উপজেলায় বাড়ি যাওয়ার পথে ওই স্থানে পৌছলে পিছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-১১৮০) ধাক্কা দিলে এ্যাম্বুলেন্সটি রাস্তার নীচে পড়ে যায় । এতে ঘটনা স্থলেই এয়াকুব আলী মারা যান । নিহত এয়াকুব আলী গফরগাঁও উপজেলার লক্ষনপুর গ্রামের মোসলেম মাষ্টারের পুত্র । এ সময় দূর্ঘটনায় আহতরা হলেন ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের মফিজুল ইসলামের পুত্র মোজাম্মেল হক (২৫) ও চট্রগ্রাম জেলার খুলশি উপজেলার মৃত আহাম্মদ আলীর পুত্র ইন্তাজ আলী (২৫) । আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক ও চালক ইশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের চান মিয়ার পুত্র বাচ্চু ও এ্যাম্বুলেন্স চালক নোয়াখালী জেলার মাইজদি থানার বর্মপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র স্বপন (৩২) কে আটক করেছে ।
×