ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশকে জনগণের সেবক হতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৬, ২৬ জানুয়ারি ২০১৬

পুলিশকে জনগণের সেবক হতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই পুলিশ বাহিনীকে দেশের মানুষের ‘সেবক’ হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই বাহিনীর কাজের ব্যাপ্তি বাড়ার কথা তুলে ধরে তিনি বলেন, “বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে পুলিশকে জনগণের সেবক হতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের পাশে বিশ্বস্ত বন্ধুর মতো দাঁড়াতে হবে, যেন মানুষ ভরসা পায়।” পুলিশের হাতে সম্প্রতি দুই সরকারি কর্মকর্তা নির্যাতিত হওয়ার ঘটনায় সমালোচনার মধ্যেই সরকারপ্রধানের এই তাগিদ এলো। ৯৭৫ সালের ১৫ জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ থেকে একটি অংশ এ অনুষ্ঠানে তুলে ধরেন তার মেয়ে শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আপনারা স্বাধীন দেশের পুলিশ। আপনারা বিদেশি শোষকদের পুলিশ নন, জনগণের পুলিশ। আপনাদের কর্তব্য জনগণের সেবা করা, জনগণকে ভালবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদের বাহিনী এমন যে, এর লোক বাংলাদেশের গ্রাম পর্যন্ত ছড়িয়ে আছে। আপনাদের নিকট বাংলাদেশের মানুষ একটি জিনিস চায়। তারা যেন শান্তিতে ঘুমাতে পারে। তারা আশা করে, চোর বদমাইশ, গুণ্ডা, দুর্নীতিবাজ যেন তাদের উপর অত্যাচার করতে না পারে। আপনাদের কর্তব্য অনেক’।” বঙ্গবন্ধুর সেই বক্তব্য মনে রেখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
×