ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টোকিওর ফটো বুথে মুগ্ধ মানুষ

প্রকাশিত: ১৮:৪৫, ২৬ জানুয়ারি ২০১৬

টোকিওর ফটো বুথে মুগ্ধ মানুষ

অনলাইন ডেস্ক ॥ জাপানের রাজধানী টোকিওর অনেক শপিং মলেই রয়েছে এধরনের ছবি তোলার ফটো বুথ। সাধারনত শপিং মলের পুরো একটি ফ্লোর জুড়ে থাকে এই বুথগুলো। এগুলোর নাম `পুরিকুরা মেশিন`। `পুরিকুরা` শব্দটি এসেছে `পুরিনতোকুরাবু` থেকে। এর অর্থ `প্রিন্ট ক্লাব`। ক্লাব বলা হলেও এগুলো মূলত ফটো বুথ। অর্থের বিনিময়ে আপনি ও আপনার প্রিয়জন এখানে ছবি তুলতে পারেন, সেগুলোতে ইচ্ছেমত পরিবর্তন আনতে পারেন এবং ছবি প্রিন্ট করতে পারেন।এর জন্য প্রথমে আপনাকে একটি বুথে ঢুকতে হবে। বন্ধুবান্ধব সাথে থাকলে আরও ভাল। এরপর বুথের নির্দেশনা অনুযায়ী ছবি তুলতে হবে। পুরিকুরা মেশিন আপনার বেশি কয়েকটি ছবি ছবি তুলবে। কিন্তু আসল মজা শুরু হবে এরপর।পুরিকুরা মেশিনগেুলোতে নানা ধরনের থিম থাকে। টোকিওর নারী-পুরুষের কাছে পুরিকুরা মেশিন খুবই জনপ্রিয়। ছবি তোলার কাজ শেষ হলে এই মেশিন থেকে আপনার পছন্দের ছবিটি আপনি নিজেকে ইমেইল করতে পারবেন। সূত্র : বিবিসি বাংলা
×