ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গোয়েন্দা পুলিশের অভিযান

চট্টগ্রামে সিন্দুক ভেঙে মিলল ২৫০ সোনার বার, ৬০ লাখ টাকা

প্রকাশিত: ০৮:৩৩, ২৬ জানুয়ারি ২০১৬

চট্টগ্রামে সিন্দুক ভেঙে মিলল ২৫০ সোনার বার, ৬০ লাখ টাকা

বিডিনিউজ ॥ চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার তামাকুমুণ্ডি লেনের একটি ভবন থেকে জব্দ করা তিনটি সিন্দুক থেকে আড়াইশ’ সোনার বার ও অর্ধকোটি টাকা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল বাহার মার্কেট নামের ওই ভবনের ষষ্ঠ তলার ৪ নম্বর ও ৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে সিন্দুক তিনটি জব্দ করে। সিন্দুক তিনটি জব্দ করার পর গ্যাস কাটার দিয়ে সেগুলো কাটার চেষ্টা করলেও তাতে সফল হয়নি পুলিশ। তখন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বলেন, ‘এগুলো থানায় নিয়ে কাটা হবে।’ এরপর কোতোয়ালি থানায় ৪ নম্বর কক্ষ থেকে জব্দ করা একটি সিন্দুক খুলে তাতে ২৫০ সোনার বার পাওয়া যায়। এগুলোর মধ্যে কিছু খোলা অবস্থায় এবং কিছু ১০টা করে প্যাকেটে স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল বলে ঘটনাস্থলে থাকা প্রতিবেদক উত্তম সেনগুপ্ত জানিয়েছেন। তিনি বলেন, ৮ নম্বর কক্ষ থেকে আনা সিন্দুকটিতে কিছুই পাওয়া যায়নি। সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান বলেন, তৃতীয় সিন্দুকটি থেকে ৬০ লাখ টাকা পাওয়া গেছে। এক হাজার টাকার নোটের ৬০টি বান্ডিল ছিল। যে দুটি কক্ষ থেকে সিন্দুকগুলো উদ্ধার হয়, সেখান থেকে কিছু কাগজপত্র ও কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করতেও দেখেছেন উত্তম সেনগুপ্ত। তিনি বলেন, ষষ্ঠ তলার ৪ নম্বর কক্ষটি ৮ ফুট বাই ১০ ফুট। কক্ষটিতে সিসি ক্যামেরা লাগানো ছিল। কক্ষটি জুতা ও ব্যাগের গুদাম হিসেবে ব্যবহারের জন্য আবু আহমদ নামের এক ব্যক্তি ভাড়া নিয়েছিলেন বলে ভবনের বাসিন্দারা জানান। ৮ নম্বর কক্ষটিতে লোকজন থাকত। ওই কক্ষে কম্পিউটার দেখা গেছে।
×