ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর বিশাল কার্যযজ্ঞ দেখে সন্তুষ্ট চীনা প্রতিনিধিদল

প্রকাশিত: ০৮:০৪, ২৬ জানুয়ারি ২০১৬

পদ্মা সেতুর বিশাল কার্যযজ্ঞ দেখে সন্তুষ্ট চীনা প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর কর্মযজ্ঞ পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত সাবেক পাঁচ চীনা রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন একজন গবেষক। সোমবার টিমটি মাওয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করে এবং কাজের খুঁটিনাটি খোঁজখবর নেয়। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত টানা চার ঘন্টা তারা মাওয়ায় অবস্থান করেন। কাজের অগ্রতিতে উচ্চ পর্যায়ের এই দলটি সন্তোষ প্রকাশ করেছে। দলে ছিলেন সাবেক চীনা রাষ্ট্রদূত ওয়াং চুংগুই, হু এইয়াংনওয়েন, চি জাই, ঝেং কিংদিয়ান ও সিপিআইএফএ’র গবেষক দু মিন। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ছয় সদস্যের দলটি বিআইআইএসএসের (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্যাটেজিক স্ট্যাডিজ) আমন্ত্রণে রবিবার ঢাকায় আসে। এসব তথ্য দিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের সোমবার রাতে জানান, পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত মূল সেতুর কাজ ২০ শতাংশ অগ্রগতিসহ সব মিলিয়ে গড়ে সেতুর ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বিরামহীনভাবে চলছে দেশের সর্ববৃহত এই প্রকল্পটির কর্মযজ্ঞ।
×