ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে আইএসকে কবর দেব ॥ প্রেসিডেন্ট আশরাফ গনি

প্রকাশিত: ০৭:১১, ২৬ জানুয়ারি ২০১৬

আফগানিস্তানে আইএসকে কবর দেব ॥ প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি সিরিয়া ও ইরাকের জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের তার দেশে কবর দেয়ার অঙ্গীকার করেছেন। বিসিসির সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এই অঙ্গীকারের কথা জানান। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সফরকালে তার এই সাক্ষাৎকার নেয়া হয়। খবর বিবিসির। আইএসের শাখা আফগানিস্তানে সক্রিয় রয়েছে। তারা সরকারী বাহিনী ও তালেবানের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ছে। প্রেসিডেন্ট গনি বলেন, আইএস আফগানিস্তানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোন বিষয় নয়। তাদের নৃশংসতায় মানুষ ক্ষুব্ধ। আফগানরা এখন প্রতিশোধে উদ্বুদ্ধ। আইএস ভুল লোকদের সঙ্গে লড়াইয়ে নেমেছে। অস্বীকার করার কিছু নেই যে, আমরা একটি মারাত্মক ঝুঁকিতে রয়েছি। আঞ্চলিক পর্যায়ে অনেক কূটনৈতিক পদক্ষেপ নেয়া হয়েছে। একটি এলাকায় ঐতিহ্যগতভাবে আগেই বিশৃঙ্খলা থাকলে তার কিছু আচরণ প্রত্যক্ষ বা সামনে চলে আসে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আইএসবিরোধী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, আফগানিস্তানে আইএসের শাখাকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, আফগানিস্তানে গত বছর জানুয়ারিতে গোষ্ঠীটি গঠিত হয়েছে। আফগান ও পাকিস্তান তালেবান জঙ্গীদের নিয়ে তারা গঠিত। অপর এক বিবৃতিতে প্রেসিডেন্ট গনি সতর্ক করে দিয়ে বলেন, যদি তালেবানের সঙ্গে শান্তি আলোচনা এপ্রিলে শুরু করা না যায় তাহলে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে। আমরা সবাই বুঝতে পারছি ফেব্রুয়ারি ও মার্চ মাস হলো চরম সঙ্কটময় সময়।
×