ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

প্রকাশিত: ০৫:৫৫, ২৬ জানুয়ারি ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার দেশের দুই বাজারেই মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দেশের প্রদান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন লেনদেন হয়েছে ৫১৫ কোটি টাকার শেয়ার। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৩ কোটি টাকার শেয়ার। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় এদিন শেষ হয় লেনদেন। এর ফলে টানা চতুর্থ দিনের মতো পতনে বিরাজ করছে বাজার। সোমবার সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অপর বাজার সিএসইতে এদিন সূচক বেড়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। সোমবার বাজারে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫১৫ কোটি ২২ লাখ ৮২ হাজার টাকা। রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৬২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৭৫০ পয়েন্টে। আর ওইদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৪২৭ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা। সে হিসেবে সোমবার ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার টাকা বা ১৯ দমমিক ৭৪ শতাংশ। টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, আইটিসি, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এমারেল্ড অয়েল, সিভিও পেট্রোকেমিক্যাল এবং কাশেম ড্রাইসেলস।
×