ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুব ক্রিকেট দলের নতুন জার্সি

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ জানুয়ারি ২০১৬

যুব ক্রিকেট দলের নতুন জার্সি

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের অন্যতম বৃহৎ ও শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) স্পন্সর হিসেবে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তর করেছে। চট্টগ্রাম ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এমজিআইয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশের লোগো আছে এ জার্সিতে। এমজিআই পরিচালক তাহমিনা মোস্তফা আনুষ্ঠানিকভাবে যুব ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে এ জার্সি তুলে দেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, এমজিআই নির্বাহী পরিচালক তাইফ-বিন ইউসুফ, এমজিআই নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্বাধিকারী টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিলসহ বিভিন্ন ক্লাবের সদস্য ও ক্রিকেট সমর্থকরা উপস্থিত ছিলেন। আকরাম বলেন, ‘আমাদের একটি বড় দায়িত্ব ক্রিকেট খেলাকে এগিয়ে নেয়া, যাতে আমরা চূড়ান্ত পরিণতিতে বিশ্ব ক্রিকেটের অন্যতম এক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারি। আমরা আশাকরি যে আমাদের দেশে নতুন প্রজন্ম থেকে প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে।
×