ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টারে মারে ওয়ারিঙ্কার বিদায়

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ জানুয়ারি ২০১৬

কোয়ার্টারে মারে ওয়ারিঙ্কার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের অষ্টম দিনেও অঘটন দেখল টেনিস বিশ্ব। টুর্নামেন্টের ফেবারিট তারকা স্টানিসøাস ওয়ারিঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন মিলোস রাওনিক। এছাড়াও বছরের প্রথম মেজর টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছেন ফ্রান্সের গায়েল মনফিলস এবং স্কটিশ তারকা এ্যান্ডি মারে। মনফিলস চতুর্থ পর্বে রাশিয়ার এ্যান্ড্রি কুজনেতসোভাকে হারিয়েছে। আর অন্য ম্যাচে স্কটিশ টেনিস তারকা মারে পরাজিত করেছেন ষোলোতম বাছাই বার্নার্ড টমিককে। বছরের প্রথম মেজর এই টুর্নামেন্টের পুরুষ এককে সবচেয়ে বড় অঘটন ছিল রাফায়েল নাদালের বিদায়। স্প্যানিশ টেনিস তারকা নাদালের পর এবার স্ট্যানিসøাস ওয়ারিঙ্কাও বিদায় নিলেন চতুর্থ রাউন্ড থেকে। রবিবার টুর্নামেন্টের ত্রয়োদশ বাছাই কানাডার মিলোস রাওনিকের কাছে পাঁচ সেটের কঠিন লড়াইয়ে হেরে যান তিনি। প্রি-কোয়ার্টার ফাইনালে রাওনিক ৬-৪, ৬-৩, ৫-৭, ৪-৬ এবং ৬-৩ গেমে সুইজারল্যান্ডের স্ট্যানিসøাস ওয়ারিঙ্কাকে হারিয়ে শেষ আটের টিকেট নিশ্চিত করে নেন। চলতি মৌসুমে একটি ম্যাচও না হারা দুই খেলোড়ারের লড়াইটা শুরু থেকেই বেশ জমে ওঠে। যদিও রড লেভার এ্যারিনায় কানাডিয়ান রাওনিকের কাছে প্রথম দুটি সেটেই হেরে যান টুর্নামেন্টের চতুর্থ বাছাই ওয়ারিঙ্কা। কিন্তু পরের দুটি সেটেই আবার দুর্দান্ত লড়াই করে ফিরে আসেন সুইস খেলোয়াড়। কিন্তু পঞ্চম সেটে অবশ্য রাওনিকের কাছে টিকে থাকতে পারেননি তিনি। যে কারণে ২০১৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতা ওয়ারিঙ্কাকে পরাজয়ের লজ্জা নিয়েই কোর্ট ছাড়তে হয়।
×