ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শের-ই-বাংলা কাপ নিয়ে বাফুফের চার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৪৩, ২৬ জানুয়ারি ২০১৬

শের-ই-বাংলা কাপ নিয়ে বাফুফের চার সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ‘শের-ই-বাংলা কাপ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৬’ কমিটির প্রথম সভা বাফুফে ভবনের বোর্ড রুমে কমিটির চেয়ারম্যান হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত গৃহীত হয় ঃ ১. ‘শের-ই-বাংলা কাপ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৬’র খেলা আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হবে, ২. এই উপলক্ষে বাইলজ কমিটির আহ্বায়ক হিসেবে বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান বাবুল এবং বাজেট প্রণয়ন উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে বাফুফে’র সহ-সভাপতি বাদল রয়’কে মনোনয়ন করা হয়েছে, ৩. এই টুর্নামেন্টটি দেশের ৬৪ জেলা ফুটবল, সার্ভিসেস ফুটবল দল ও বিশ^বিদ্যালয় ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং ৪. এ উপলক্ষে প্রফেশনাল খেলোয়াড়দের নিজ নিজ জেলা দলে অন্তর্ভুক্ত করা যাবে কিনা বাফুফে’র নিকট নির্দেশনা চাওয়া হয়েছে।
×