ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিদের হার ৭০ রানে

ওয়ানডেতে জয়ে শুরু কিউইদের

প্রকাশিত: ০৫:৪৩, ২৬ জানুয়ারি ২০১৬

ওয়ানডেতে জয়ে  শুরু কিউইদের

স্পোর্টস রিপোর্টার ॥ ২-১এ টি২০ সিরিজ জয়ের পর ওয়ানডেতেও শুরুটা দুর্দান্ত হলো নিউজিল্যান্ডের। পাকিস্তানকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল। ওয়েলিংটনে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে টসে হেরে ব্যাটিং পাওয়া কিউইরা। জবাবে ৪৬ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। ৮২ রানের চমৎকার ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা কিউই ব্যাটসম্যান হেনরি নিকোলস। তবে একটি দুর্ঘটনা স্বাগতিকদের আনন্দ ম্লান করে দিয়েছে। প্রতিপক্ষ পেসার আনোয়ার আলির বাউন্সের আঘাতে চোখের কোটর ভেঙ্গে গেছে মিচেল ম্যাকক্লেনঘানের। পড়েছে কয়েকটি সেলাই, সিরিজ শেষ হয়ে গেছে এই পেসারের। নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডে বৃহস্পতিবার। মোহাম্মদ আমির, আনোয়ার আলি ও মোহাম্মদ ইরফানের দুরন্ত বোলিংয়ে স্কোর বোর্ডে ৯৯ রান জমা হতেই ৬ উইকেট নেই নিউজিল্যান্ডের! কে ভেবেছিল এরপরও ২৮০ করে ফেলবে কিউইরা? নিকোলসের ৮২ ও ব্যাটিং অর্ডারে আট, নয় ও দশে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি আর ম্যাকক্লেনঘানের তিনটি কার্যকর ইনিংস স্বাগতিকদের বাঁচিয়ে দিয়েছে। প্রথম দু’জন করেছেন ৪৮, তৃতীয়জন আহত হয়ে মাঠ ছাড়ার আগে ১৮ বলে ৩১। প্রথম ৬ উইকেটে ৯৯ রান তোলা নিউজিল্যান্ড পরের তিন জুটিতে যোগ করে ১৮১! এক্ষেত্রে কিউইদের সাফল্যের চেয়ে শেষদিকে পাকিদের ব্যর্থতাই বেশি। ইরফান ও আমির যে শুরুটা এনে দিয়েছিলেন, সেটির ওপর ভিত্তি করে স্বাগতিকদের ওপর চাপ ধরে রাখতে পারেনি বাকি বোলাররা। সপ্তম ও অষ্টম উইকেটে ৭৯ ও ৭৭ রান তুলে স্যান্টনার, হেনরি আর ম্যাকক্লেনঘান স্বাগতিক দর্শকদের মাতিয়ে তোলেন। এই তিন ব্যাটসম্যান ঢুকে গেছেন ক্রিকেটের দারুণ একটা রেকর্ডেও। এই প্রথম ওয়ানডে ম্যাচে আট, নয় ও দশ নম্বরে ব্যাট করতে নামা তিন ব্যাটসম্যানের সবাই ৩০ বা ততোধিক রানের ইনিংস খেলেন! টপ অর্ডারের ব্যর্থতার মাঝে নিকোলসের ৮২ রানের ইনিংসটিকে বাহবা দিতে হয়। জবাবে দলীয় ৩৩ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক আজহার আলী (১৯)। এরপর ১৩ রানে অপর ওপেনার আহমেদ শেহজাদ ফিরলে বিপর্যয়ের মধ্যে পড়ে পাকিস্তান। তবে মোহাম্মদ হাফিজ আর বাবর আজম পরিস্থিতি সামলে নেয়ার চেষ্টা করেন। হাফিজ ৪২ ও বাবর ৬২ রান করে আউট হলে আবার বিপদে পড়ে পাকিস্তান। শেষ পাঁচজনের মাত্র একজন করতে পেরেছেন ১৬, বাকি চারজন মিলে ৬! দু’জন শূন্য রানে আউট হয়েছেন। এর মধ্যে আছেন মোহাম্মদ আমিরও। ৫ বছর সাত মাস পরে ওয়ানডেতে ফিরেই ‘ডাক’। কিন্তু তার আগে হারা ম্যাচে ২৮ রানে ৩ উইকেট নিয়েও নিজের কাজটা ঠিকই করে দিয়েছিলেন।
×