ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেঞ্চুরিয়ন টেস্টের নিয়ন্ত্রণে দ. আফ্রিকা

প্রকাশিত: ০৫:৪২, ২৬ জানুয়ারি ২০১৬

সেঞ্চুরিয়ন টেস্টের নিয়ন্ত্রণে দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার চতুর্থ দিন এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ২৪৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ইতোমধ্যে ৩৮১ রানের চ্যালেঞ্জিং লিড হয়ে গেছে স্বাগতিকদের। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে যথাক্রমে ৪৭৫ ও ৩৪২ রানে অলআউট হয়। সব মিলিয়ে চার ম্যাচ সিরিজে আনুষ্ঠানিকতার শেষ টেস্টটির নিয়ন্ত্রণে এবি ডি ভিলিয়ার্সের দল। অবশ্য সেঞ্চুরিয়নের আকাশে মেঘের ঘনঘটাও রয়েছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হলেও অবাক হওয়ার নেই। প্রথম দুই টেস্টে টানা জয়ে ২-০তে সিরিজ জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। রান-বন্যার দ্বিতীয় ম্যাচ ড্র হয়। ১ উইকেটে ৪২ রান নিয়ে সোমাবার তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে এক পর্যায়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপরই প্রোটিয়াদের হয়ে প্রতিরোধ গড়েন হাসিম আমলা ও তেম্বা বাভুমা। পঞ্চম উইকেটে ৩৭ ওভারে ১১৭ রান যোগ করেন তারা। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি আমলা। ব্যক্তিগত ৯৬ রানে স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। ৭৮ রানে ব্যাট করছিলেন বাভুমা। এছাড়া জেপি ডুমিনির ২৯ ও স্টিফেন কুকের ২৫ উল্লেখ্য। ৩ উইকেট নিয়েছেন জেমস এ্যান্ডারসন। আর প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের রূপকার আমলা ১০৯, অভিষিক্ত কুক ১১৫ ও ডি’ককের অপরাজিত ১২৯। শেষ দিকে তরুণ ডি’ককের ইনিংসটি ছিল দুর্দান্ত। ওয়ানডে স্টাইলে মাত্র ১২৮ বল মোকাবেলায় ১৭টি চার ও দু’টি ছক্কা হাঁকান তিনি। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৩৪২Ñএ বড় ভূমিকা অধিনায়ক এ্যালিস্টার কুক ও জো রুটের। বড় দুই তারকাই করেন ৭৬ রান। এছাড়া শেষ দিকে মঈন আলির ৬১ সফরকারীদের সম্মানজনক স্কোর এনে দেয়। প্রথম ইনিংসে প্রোটিয়াদের লিড পেতে কাগিসো রাবাদার বোলিংয়ের কথা আলাদা করে না বললেই নয়। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথে ৭ উইকেট তুলে নেন তরুণ এই পেসার। এর মধ্য দিয়ে গ্রেট ওয়াকার ইউনুসের পর ইতিহাসের মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ২০ বছর বয়সেই টেস্ট-ওয়ানডে দুই ভার্সনে ইনিংসে ৬ বা ততোধিক শিকারের অনন্য নজির স্থাপন করেন তিনি। রাবাদার বোলিং বিশ্লেষণ ২৯-৬-১১২-৭। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন রাবাদা। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৪৭৫/১০ (১৩২ ওভার; ডি’কক ১২৯*, স্টিফেন কুক ১১৫, আমলা ১০৯, বাভুমা ৩৫, এলগার ২০, পিয়েড ১৯, ডুমিনি ১৬, এ্যাবট ১৬, ডি ভিলিয়ার্স ০; স্টোকস ৪/৮৬, ব্রড ২/৯১, মঈন ২/১০৪, এ্যান্ডারসন ১/৯১, ওকস ১/৯১)। ইংল্যান্ড প্রথম ইনিংস ৩৪২/১০ (১০৪.২ ওভার; এ্যালিস্টার কুক ৭৬, রুট ৭৬, মঈন ৬১, স্টোকস ৩৩, ওকস ২৬, কম্পটন ১৯; রাবাদা ৭/১১২, মরনে মরকেল ২/৭৩)।
×