ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল বেটিসে বেহাল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৫:৪২, ২৬ জানুয়ারি ২০১৬

রিয়াল বেটিসে বেহাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস রিপোর্টার ॥ কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম দুই ম্যাচেই জিনেদিন জিদানের অধীনে প্রতিপক্ষকে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচে পাঁচটি করে মোট ১০ গোল করে গ্যালাক্টিকোরা। কিন্তু নিজের তিন নম্বর ম্যাচেই ধাক্কা খেয়েছেন ফ্রান্সকে ১৯৯৮ সালে একমাত্র বিশ্বকাপ জেতানো কিংবদন্তি জিদান। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে স্বাগতিক রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে অতিথি রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়া লস ব্লাঙ্কোসদের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান ফরাসী তারকা করিম বেনজেমা। এই ড্রতে শিরোপা লড়াই দৌড় থেকে আরও পিছিয়ে পড়লো রিয়াল। বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনাকে টপকে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফেরার সুযোগ ছিল এ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকো গোলশূন্য ড্র করে সেভিয়ার সঙ্গে। বর্তমানে ২০ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৪৪ পয়েন্ট। তবে রিয়াল ও এ্যাটলেটিকো দু’দলই বার্সার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। আরেক ম্যাচ বড় জয় পেয়েছে এ্যাথলেটিক বিলবাও। ঘরের মাঠে তারা ৫-২ গোলে উড়িয়ে দেয় এইবারকে। রিয়ালের আগের দুই ম্যাচে পাঁচ গোল করেছিলেন গ্যারেথ বেল। কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছে ওয়েলসের এই ফরোয়ার্ডকে। ফলে জিদান প্রথম একাদশে খেলান ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জেমস রড্রিগুয়েজকে। রক্ষণভাগেও অদল-বদল করেন জিদান। দানি কারভাহালকে বেঞ্চে বসিয়ে দলে খেলান ডানিলোকে। ইনজুরির কারণে খেলতে পারেননি স্পেনের তারকা ডিফেন্ডার সার্জিও রামোস। এই বদলগুলোর প্রভাবও হাড়ে হাড়ে টের পেয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। ম্যাচের সপ্তম মিনিটে আলভারো সেজুডোর গোলে এগিয়ে যায় স্বাগতিক রিয়াল বেটিস। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে অতিথিরা। বিরতির পর সফরকারীরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয়। বেটিস গোলরক্ষক এ্যান্টোনিও এডানকে একা পেয়েও ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেপেও হেডে সহজ গোল করতে ব্যর্থ হন। ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণে বেটিস রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে রিয়াল। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না। তবে ম্যাচ শেষের ১৯ মিনিট আগে আর ভুল করেননি ফ্রেঞ্চম্যান বেনজেমা। ৭১ মিনিটে রড্রিগুয়েজের কাছ থেকে বল পেয়ে টনি ক্রুস সামনে বাড়িয়ে দিলে বেনজেমা দলের পক্ষে সমতা ফেরান। এটি এবারের মৌসুমে বেনজেমার ২০ ম্যাচে ২১ নম্বর গোল। এরপর এ্যান্টোনিও এডান রড্রিগুয়েজ ও বেনজেমার দুটি প্রচেষ্টা দারুণভাবে রুখে দিয়ে রিয়ালকে জয়বঞ্চিত করেন। তবে ইনজুরি সময়ে বেটিসের সামনে সুযোগ এসেছিল আবারও এগিয়ে যাওয়ার। কিন্তু রুবেন ক্যাস্ট্রোর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচ শেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেন, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য ছিল, ম্যাচের শুরুটা আমরা ভাল করতে পারিনি। আমরা জানতাম প্রথম মিনিট থেকেই ম্যাচটি কঠিন হবে। এরপরও আমরা যেভাবে খেলেছি তাতে জয়টা প্রাপ্য ছিল। এটা ফুটবল। যখন সুযোগ সামনে আসবে সেটাকেই কাজে লাগাতে হবে, এখানে অপেক্ষার কোন সুযোগ নেই। তবে ভাগ্যটাও এখানে বড় ব্যাপার। দুই পয়েন্ট নষ্ট করলেও দল নিয়ে গর্বিত বলে জানিয়েছেন জিদান। প্রত্যাশিত জয় না মিললেও জিদানের সন্তুষ্টির জায়গা অন্য খানে, দ্বিতীয়ার্ধে শিষ্যদের আক্রমণাত্মক ফুটবলেই ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন তিনি। বলেন, আমি দলকে অপেক্ষাকৃত ভালো দেখেছি। ভাল বিষয়টা হলো যে, ম্যাচের শেষে দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে আমরা আরও ভাল ছিলাম। গত আগস্টে নিজেদের মাঠে পেয়ে এই বেটিসকে যেখানে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল রিয়াল সেখানে পরশু রাতে ড্র করতে হয়েছে। এরপরও জিদান বলেন, আমরা সঠিক পথেই আছি। আমাদের তৃতীয় সপ্তাহ চলছে। এ রাতে আমার খেলোয়াড়রা যা করেছে তাতে আমি গর্বিত। এদিকে ক্যালডেরনে ৬১ মিনিটে সেভিয়ার মিডফিল্ডার ভিটোলো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়লে এ্যাটলেটিকোর সামনে সুযোগ আসে এগিয়ে যাওয়ার। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় টেবিলের শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছে দিয়াগো সিমিওনের দল।
×