ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিতেছে ভারত, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুইয়ে ও কানাডা

প্রস্তুতি ম্যাচ ইংল্যান্ডকে বিধ্বস্ত করল বাংলাদেশ যুবারা

প্রকাশিত: ০৫:৪২, ২৬ জানুয়ারি ২০১৬

প্রস্তুতি ম্যাচ ইংল্যান্ডকে বিধ্বস্ত  করল বাংলাদেশ যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে বুধবার। এর আগেই নিজেদের প্রস্তুতি সেরেছে অংশগ্রহণকারী ১৬টি দল। সোমবার শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৯৭ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলকে। অপর ম্যাচগুলোয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে ভারত, নেপালকে ৬৫ রানে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে ১৩ রানে নিউজিল্যান্ড, নামিবিয়াকে ৮ উইকেটে জিম্বাবুইয়ে ও আয়ারল্যান্ডকে ৪ উইকেটে কানাডা হারিয়ে দিয়েছে। বুধবার বন্দর নগরী চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড ও ফিজির ম্যাচ দিয়ে চূড়ান্ত লড়াই শুরু হবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে জিম্বাবুইয়েকে ৬৩ রানে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। একই ভেন্যুতে সোমবার শক্তিশালী ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের মুখোমুখি হয় তারা। তবে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। মাত্র ৯১ রানেই হারিয়ে ফেলে ৫ উইকেট। তবে ৬ নম্বরে নেমে শফিউল হায়াত ৮৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮, জাকের আলী ৩৬ ও মোহাম্মদ সাইফুদ্দিন মাত্র ৩৫ বলে ৭ চারে ৪৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৪৬ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা। সাকিব মাহমুদ, ব্র্যাড টেইলর ও ড্যান লরেন্স দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতেই বাংলাদেশী বোলারদের তোপের মুখে মাত্র ১৫ রানে ৪ উইকেট হারায় তারা। কালাম টেইলর ও ব্র্যাড টেইলর কিছুটা প্রতিরোধ গড়েন। ব্র্যাড ৫২ বলে ৪১ ও কালাম ৩৬ রান করেন। ৪৮.১ ওভারে ১৪৯ রানেই থমকে যায় ইংলিশ যুবাদের ইনিংস। মেহেদী হাসান মিরাজ ১২ রানে ও মেহেদী হাসান রানা ১৪ রানে তিনটি করে উইকেট নেন। বিকেএসপির চার নম্বর মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের যুবারা মুখোমুখি হয়। পাকরা বাঁহাতি পেসার খলিল আহমেদের মারাত্মক বোলিংয়ের মুখে ৪৪.১ ওভারে মাত্র ১৯৭ রানেই গুটিয়ে যায়। মোহাম্মদ উমর ৩৬ ও হাসান মহসিন ৩৩ রান করেন। খলিল ৩০ রানে নেন ৫ উইকেট। জবাবে ৩৩.৪ ওভারেই ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে জয় পায় ভারতের যুবারা। সরফরাজ খান মাত্র ৬৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ৮১ রান করেন। দুটি করে উইকেট নেন মহসিন ও শাদাব খান। বিকেএসপি-২ ভেন্যুতে প্রথম ব্যাট করে শ্রীলঙ্কা শাম্মু আশানের ৭৪ বলে ৪ চার ও ৪ ছক্কায় করা অপরাজিত ৮১ ও চারিথ আসালঙ্কার ৬৮ বলে ১০ চারে ৭১ রানের পরও ৯ উইকেটে মাত্র ২৩০ রান করে। কিন্তু নেপাল ৪২.১ ওভারে ১৬৫ রানে গুটিয়ে যায়। দীপেন্দ্র সিং সর্বোচ্চ ৩৩ ও রাজু রিজাল ৩১ রান করেন। আসালঙ্কা ১১ রানে নেন দুই উইকেট। বিকেএসপি-১ ভেন্যুতে প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড ৪৮.৫ ওভারে ২১২ রান করেই গুটিয়ে যায়। গ্লেন ফিলিপস ৬৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৮ রান করেন। আফগানিস্তানের পক্ষে চায়নাম্যান জহির খান ৩০ রানে ৫ উইকেট নেন। জবাবে জয়ের কাছাকাছি গিয়েও পারেনি আফগানরা। ৪৭.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় তারা। করিম জানাত সর্বোচ্চ ৪২ রান করেন। তিনটি করে উইকেট নেন রাচি রবীন্দ্র ও অনিকেত পারিখ। বিকেএসপি-৩ মাঠে ৪৫.১ ওভারে ১৯৭ রানে থেমে যায় আয়ারল্যান্ড যুবারা। ওপেনার জ্যাক টেক্টর ১০৬ বলে ৮ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৮৩ ও হ্যারি টেক্টর ৩৭ রান করেন। কার্ট র‌্যামডাথ ২৪ রানে ৫ উইকেট নেন। জবাবে কানাডা ৪৫.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলে জয় পায়। আবরাশ খান ৯৮ বলে ৯ চার ও ২ ছক্কায় হার না মানা ৯৩ ও থুরশান্ত অনন্তরাজাহ ৪৬ রান করেন। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুইয়ের বিরুদ্ধে ৩৯.৫ ওভারে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় নামিবিয়া। লফটি ইটন সর্বোচ্চ ৩৮ রান করেন। লেগস্পিনার ব্লেসিং মাভুতা মাত্র ১৮ রানে নেন ৬ উইকেট। জবাবে শন স্নাইডারের ৬২ বলে ৯ চারে ৬০ ও ব্রেন্ডন সøাইয়ের ৪৮ রানে ভর দিয়ে ২২.২ ওভারেই ২ উইকেট হারিয়ে ১২১ রান তুলে জয় পায় জিম্বাবুইয়ে।
×