ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঘর গোছাল মোহামেডান, মেরিনার, ঊষা

প্রকাশিত: ০৫:৪২, ২৬ জানুয়ারি ২০১৬

ঘর গোছাল মোহামেডান, মেরিনার, ঊষা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় দুই বছর পর অনুষ্ঠিত প্রিমিয়ার ডিভিশন হকির দলবদলের দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং মেরিনার ইয়াংস ক্লাব। দুই মৌসুম পর হকি দলবদলের মুহূর্ত স্মরণীয় ও জাঁকজমকপূর্ণ করতে মোহামেডান চেয়েছিল হেলিকপ্টারযোগে খেলোয়াড়দের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আনতে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে অনুমতি পায়নি ক্লাবটি। হেলিকপ্টার আনতে না পারলেও বিশালাকৃতির হাতি, ঘোড়া, ব্যান্ডপার্টি নিয়ে, উৎসবমুখর পরিবেশে, সমর্থক-খেলোয়াড়দের নিয়ে আসেন মোহামেডানের কর্মকর্তারা। মঙ্গলবার ঢাকা আবাহনী দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। হকি দলবদলের দ্বিতীয় দিনে মোহামডোন ১৩ দেশী খেলোয়াড়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করে। ১৮ খেলোয়াড়ের রেজিস্ট্রেশনের বাকি পাঁচ বিদেশী দিয়েই পূরণ করবে তারা। দেশের তারকা ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি, জাতীয় দলের অভিজ্ঞ গোলরক্ষক জাহিদ হোসেন, দুই ডিফেন্ডার তাপস বর্মণ ও ইমরান হাসান পিন্টু ও এসএ গেমসে স্ট্যান্ডবাই দ্বীন ইসলাম আছেন মোহামেডানে। জাতীয় দলের সাবেক ডিফেন্ডার শামসুদ্দিন তুহিন ও মিডফিল্ডার মহিদুল্লাহ টিটুও এবার খেলবেন এই ক্লাবের হয়ে। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার কামরুজ্জামান রানাও যোগ দিয়েছেন মোহামেডানে। রাসেল মাহমুদ জিমি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রায় দুই বছর ঘরোয়া হকির শীর্ষ আসর প্রিমিয়ার হকি বন্ধ থাকার পর আবার তা মাঠে গড়াচ্ছে, এটি খেলোয়াড়দের জন্য খুশির বিষয়, মোহামেডানে খেলছি দলকে শিরোপা দেয়ার জন্য। মোহামেডান সবসময় শিরোপা জয়ের জন্যই দল গড়ে।’ দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘সাবেক জাতীয় হকি কোচ জার্মানির পিটার গেরহার্ড রাখ দলের কোচিংয়ের দায়িত্ব নেবেন। সেই সঙ্গে পাকিস্তান থেকে একজন ট্রেনার আনার প্রস্তুতি চলছে।’ মোহামেডান দল ঃ রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, ইমরান হাসান পিন্টু, তাপস বর্মণ, শামসুদ্দীন তুহিন, দ্বীন ইসলাম, শহিদুল্লাহ টিটু, রুবেল, বাপ্পি, ঈশান, লালন ও কামরুজ্জামান রানা। শক্ত দল গড়ছে ঊষা ক্রীড়াচক্র ও মেরিনারও। তুলনামূলক দুর্বল আবাহনী! ঘর ভেঙ্গেছে ধানম-ি ক্লাবটির। পুস্কর খিসা মিমো, হাসান জুবায়ের নিলয় গেছেন ঊষায়। খোরশেদও পুরনো ঢাকার পথে! তাকে চায় আবাহনীও। মশিউর রহমান বিপ্লবকে নিশ্চিত করার পর বর্ষীয়ান মুসাকে চায় দলটি, বিকেএসপি’র কোচ হওয়া শেখ নান্নুকেও নিচ্ছে। ১৬ লাখ টাকায় বিকেএসপির আশরাফুল, ফজলে রাব্বী, মাহবুব হোসেন হৃদয়, আরশাদ হোসেন শাওন, মেহেদী হাসান ও মহসিনকে নিয়েছে মেরিনার। ভাল দল গড়ছে সোনালী ব্যাংকও। এতে করে এবারের লীগটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন হকিপ্রেমীরা। জাতীয় দলের ১২ খেলোয়াড় নৌবাহিনী ও বিমান বাহিনীতে কর্মরত। গত মৌসুমের আগে তারা ঘরোয়া লীগে খেলার সুযোগ পেতেন না। গত বছর বাইলজ সংশোধন করে তাদের খেলার সুযোগ দেয়া হয়। এবার তাদের না খেলার সুযোগ দেয়ার দাবি উঠলেও অভ্যন্তরীণ রফা হয়েছে! তাদের পুল করে সম্প্রতি লটারির মাধ্যমে বণ্টন করেছে চার ক্লাব। পারিশ্রমিক নির্ধারণ হয়েছে তিন শ্রেণীতে। ‘এ’ শ্রেণীর রাসেল মাহমুদ জিমি, মামুনুর রহমান চয়ন, সারোয়ার হোসেন, ফরহাদ শিটুল, অসীম গোপ, মইনুল ইসলাম কৌশিক ৩ লাখ টাকা করে পাবেন। ‘বি’ শ্রেণীর তাপস বর্মণ, কৃষ্ণ কুমার, রিমন হোসেন, বেলাল হোসেন, রুম্মন সরকারের পারিশ্রমিক ২ লাখ টাকা করে; দেড় লাখ পাবেন তৃতীয় শ্রেণীর ইমন। লটারিতে জিমি, তাপস ও ইমনকে মোহামেডান; কৌশিক, চয়ন ও রিমন মেরিনার; সারোয়ার, বেলাল ও কৃষ্ণাকে ঊষা এবং রুম্মন, অসীম ও শিটুলকে পেয়েছে আবাহনী। লীগে খেলার জন্য খেলোয়াড়দের ছুটির বিষয়ে বাহিনীতে আবেদনের প্রক্রিয়া চলছে। চয়ন ৯ বছর পর জাতীয় দল থেকে বাদ পড়েছেন এসএ গেমস দিয়ে, তারপরও তিনি প্রথম শ্রেণীতে। পাঁচ বিদেশী নিবন্ধন করিয়ে পাঁচজনকেই খেলানো যাবে ম্যাচে। মোহামেডান, মেরিনার, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব গত মৌসুমে প্রিমিয়ার লীগ না খেলায় বাইলজ মতে দ্বিতীয় বিভাগে নামার কথা! তাদের প্রিমিয়ারে রাখতে বাইলজ সংশোধন করবে লীগ কমিটি, সে প্রক্রিয়াও চলছে।
×