ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বলের আঘাতে হাসপাতালে ম্যাকক্লেনঘান

প্রকাশিত: ০৫:৪১, ২৬ জানুয়ারি ২০১৬

বলের আঘাতে হাসপাতালে ম্যাকক্লেনঘান

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট মাঠে আরও এক দুর্ঘটনা। প্রতিপক্ষ বোলারের বলের আঘাতে হাসপাতালে যেতে হলো নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনঘানকে। সোমবার নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ঘটে এই অনাকাক্সিক্ষত ঘটনা। তখন নিউজিল্যান্ড ইনিংসের শেষ ওভারের খেলা চলছিল। ব্যাট হাতে ক্রিজে ম্যাকক্লেনাঘান, বল হাতে আনোয়ার আলী। দ্রুতগতির ডেলিভারিটি মাঠের বাইরে পাঠিয়ে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন রুদ্রমূর্তির ম্যাকক্লেনঘান। কিন্তু ব্যাট-বলের সংযোগ হয়নি, বল তার হেলমেটের গ্রিলের ফাঁক দিয়ে চোখের কোটরে আঘাত করে! সৌভাগ্য, হাসপাতালে যেতে হলেও প্রাণ নিয়ে সংশয় নেই কিউই পেসারের। আপাতত আঘাতের জায়গায় সেলাই নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন ম্যাকক্লেনঘান। নিউজিল্যান্ড দলের এক মুখপাত্র জানিয়েছেন, ‘চিকিৎসকরা অক্ষিকোটরে সামান্য চিড় ধরার কথা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার অকল্যান্ডে ম্যাকক্লেনাগানের ছোট্ট একটা অস্ত্রোপচার হবে।’ আহত হওয়ার আগে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছিলেন। মাত্র ১৭ বলে ৩ চার ও ২ ছক্কায় তুলে নিয়েছিলেন ৩১ রান। কিন্তু বিধিবাম! মুখোমুখি হওয়া ১৮তম বলের আঘাত তাকে নিয়ে গেছে হাসপাতালে। শেষ ওভারের পঞ্চম বলে আহত হওয়ার পর মাঠে কিছুক্ষণ শুয়ে ছিলেন ম্যাকক্লেনঘান। এরপর উঠে দাঁড়িয়ে দর্শকদের তুমুল করতালির মধ্যে চলে যান মাঠের বাইরে। চোখের নিচে আঘাতের চিহ্ন তখন স্পষ্ট হয়ে ফুটে ওঠে। হাসপাতালের বিছানায় শুয়ে টুইটও করেছেন ম্যাকক্লেনঘান। সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিউইদের ৭০ রানের জয় নিয়েও, ‘আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করায় সবাইকে ধন্যবাদ। সব কিছুই ঠিকঠাক আছে। শুধু কয়েকটা হাড় ভেঙ্গে গেছে। ছেলেদের জয়টা সত্যিই অসাধারণ!’ ২০১৪’র নবেম্বরে মাঠে পাওয়া বলের আঘাতে মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজেস।
×