ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

২২ মার্চ মৌলভীবাজারের ৫ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ

প্রকাশিত: ০৫:৩৭, ২৬ জানুয়ারি ২০১৬

২২ মার্চ মৌলভীবাজারের ৫ রাজাকারের বিরুদ্ধে ফরমাল চার্জ

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে আাগামী ২২ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এমএ হান্নানসহ আটজনের বিরুদ্ধে আগামী ২৩ মার্চ তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশগুলো প্রদান করেছেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে আাগামী ২২ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের দিন ধার্য করা হয়েছে। এই মামলার আসামি ওই পাঁচজনের মধ্যে গ্রেফতার আছেন ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। পলাতক বাকি তিন আসামি হলেনÑ শামসুল হোসেন তরফদার, নেসার আলী ও মোবারক মিয়া। সোমবার পাঁচজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেছে জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে দুই মাসের সময়ের আবেদন জানান প্রসিকিউটর মোহাম্মদ আলী ও প্রসিকিউটর আবুল কালাম। পরে ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করে। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছেÑ ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ, আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ। ময়মনসিংহের ৮ রাজাকার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য এমএ হান্নানসহ আটজনের বিরুদ্ধে আগামী ২৩ মার্চ তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল-১।
×