ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সই জাল করে অর্থ আদায় ॥ রানার বিরুদ্ধে তারানার মামলা

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ জানুয়ারি ২০১৬

সই জাল করে অর্থ আদায় ॥ রানার বিরুদ্ধে  তারানার মামলা

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের নাম, পদবি ও সই জাল করে অর্থ আদায়ের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। রবিবার রাতে মন্ত্রীর পক্ষে তার সহকারী একান্ত সচিব জয়দেব নন্দী বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলার পর পরই তারানা হালিম সাংবাদিকদের বলেন, ‘আমি দুর্নীতির ব্যাপারে কাউকে ছাড় দিতে রাজি না। নিজের সংঠনের নেতা হলেও না। নাম ব্যবহার ও সই জাল করে অর্থ আদায়ের বিষয়ে মামলা দায়ের করেছি।’ তারানা হালিম আরও বলেন, ‘অরুণ সরকার রানা বিভিন্ন দলীয় কর্মসূচীর কথা বলে বিভিন্ন সংগঠনের কাছ থেকে স্পন্সর নিতে সংগঠনের প্যাডে আমার স্বাক্ষর জালিয়াতি করেছেন, আমার স্বাক্ষর জালিয়াতি করে টেলিটকের কাছেও স্পন্সর চাওয়া হয়। বিষয়টি নজরে এলে তার বিরদ্ধে মামলা করা হয়। তাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করার পরিকল্পনা রয়েছে।’ মামলার এজাহারে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের নাম, পদবি ও সই জাল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্যাড ব্যবহার করে ২০১৪ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কর্মসূচীর নামে প্রতারণার মাধ্যমে অরুণ সরকার রানা বিজ্ঞাপন ও স্পন্সরের অর্থ আদায়ে লিপ্ত হয়, যা প্রতিমন্ত্রীর নীতি ও আদর্শ পরিপন্থী। গত বছরের ৩ নবেম্বর জেল হত্যা দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং গত ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিমন্ত্রীর সই জাল করে চিঠি পাঠিয়ে মোটা অঙ্কের টাকা আদায় ও অপকর্মে জড়ান রানা। এজাহারে আরও বলা হয়, প্রতিমন্ত্রীর সম্মান ও সুনাম ক্ষুণœ করতে সই জাল করে রানা দীর্ঘদিন জোটের প্যাডে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে রাজনৈতিক কর্মসূচীর অজুহাতে অর্থ আত্মসাত করেছেন। মামলার প্রাথমিক তথ্যবিবরণীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করবে বলে জানানো হয়। শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মামলা হয়েছে, আমরা ব্যবস্থা নেব। এদিকে এসব জালিয়াতির অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন অরুণ সরকার রানা। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। সংগঠনের যে প্যাডে মাননীয় প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার কথা বলা হচ্ছে, সেখানে আমার স্বাক্ষরও জাল করা হয়েছে।’
×