ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বিইআরসির লাইসেন্স পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ জানুয়ারি ২০১৬

পেট্রোলিয়াম পণ্য  আমদানিতে  বিইআরসির  লাইসেন্স পরীক্ষা  বাধ্যতামূলক

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্যারাফিন জাতীয় পদার্থসহ অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে এলসি খোলার সময় আমদানিকারকরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে লাইসেন্স গ্রহণ করেছেন কিনা সেটি বাধ্যতামূলক পরীক্ষা করতে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। প্যারাফিন জাতীয় পদার্থ আমদানির জন্য এলসি খোলার আগে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা সঠিকভাবে পরিপালন করছে না মর্মে অভিযোগ করে বিইআরসি চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংকে। ঐ চিঠিতে বলা হয়, সম্প্রতি পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানির সময় বিইআরসির লাইসেন্স পরীক্ষা বাধ্যতামূলক করে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু প্যারাফিন জাতীয় পদার্থ পেট্রোলিয়াম পণ্যের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তা আমদানির ক্ষেত্রে আমদানিকারকদের কাছে বিইআরসির লাইসেন্স রয়েছে কিনা সেটি যাচাই না করেই ব্যাংকগুলো এলসি খুলছে। ফলে আমদানিকৃত মালামাল বন্দরে পৌঁছালে বিইআরসির লাইসেন্স ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ হতে মালামাল খালাস করতে না পারায় আমদানিকারক প্রতিষ্ঠানগুলো ক্ষতি এড়ানোর জন্য দ্রুত মাল খালাসের জন্য বিইআরসিকে চাপ সৃষ্টি করতে থাকে। ফলে আমদানিকারকদের লাইসেন্স প্রাপ্তির পূর্ব শর্তসমূহ প্রতিপালন করা দুরূহ হয়ে পড়ে। নতুন সার্কুলারে ব্যাংকগুলো কর্তৃক পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বিইআরসির লাইসেন্স পরীক্ষা না করাকে অনাকাক্সিক্ষত বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।
×