ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোচিত মামলার রায় কোর্টচাঁদপুরে হুন্ডি কাজলের জেল জরিমানা ॥ খালাস ৯৭

প্রকাশিত: ০৫:৩৬, ২৬ জানুয়ারি ২০১৬

আলোচিত মামলার রায় কোর্টচাঁদপুরে হুন্ডি কাজলের জেল জরিমানা ॥ খালাস ৯৭

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৫ জানুয়ারি ॥ কোটচাঁদপুরের বহুল আলোচিত হুন্ডি মামলার রায় ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে হুন্ডিপ্রধান ফারুক আহম্মেদ কাজলকে ৩ বছরের কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদ-ের আদেশ দেয়া হয়। এ সময় ওই মামলার ৯৭ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক আহম্মেদ কাজল পলাতক রয়েছে। জানা গেছে, কোটচাঁদপুর পৌর শহরের সলেমানপুর গ্রামের মৃত শওকত আলী পচা মিয়ার ছেলে ফারুক আহম্মেদ কাজল ১৯৯৩ সালের প্রথম দিক থেকে হুন্ডি ব্যবসা শুরু করে। তৈরি হয় শত শত এজেন্ট, সাব-এজেন্টও তৈরি হয় হাজারের মতো। কালেকশন করা হয় কোটি কোটি টাকা। দিন যত যায় বাড়তে থাকে টাকার কালেকশন, বাড়তে থাকে এজেন্ট, সাব-এজেন্ট। ব্যবসা বাধাহীনভাবে চলে ১৯৯৮ সাল পর্যন্ত। ওই সময় হুন্ডি ব্যবসার ধস নামে। শুরু হয় হুন্ডি ব্যবসার পতন। পরে তা আর মাথা তুলে দাঁড়াতে না পারায় ভাংচুর হয় হুন্ডি এজেন্টদের বাড়িঘর, লুটপাট হয় অনেকের বাড়ি ও দোকানপাটে। বিষয়টি নিয়ে লেখালেখি হয় অনেক পত্রিকায়।
×