ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছোট ভাইকে সতর্ক করেছিলেন জিহাদী জন

‘আমাকে অনুসরণ করো না, ভুল থেকে শিক্ষা নাও’

প্রকাশিত: ০৪:১৭, ২৬ জানুয়ারি ২০১৬

‘আমাকে অনুসরণ করো না, ভুল থেকে শিক্ষা নাও’

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কুখ্যাত সন্ত্রাসী জিহাদী জন নামে পরিচিত ব্রিটিশ নাগরিক মোহাম্মদ এমওয়াজি সিরিয়া যাওয়ার আগে তার ছোট ভাইকে সতর্ক করেছিলেন যে, সে যেন তাকে অনুসরণ করে সিরিয়ায় না যায় এবং আইএসকেও অনুসরণ না করে। জিহাদী জন গত বছর সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন। এমওয়াজি তার ২২ বছর বয়সী ছোট ভাই ওমর এমওয়াজিকে বলেছিলেন যে, ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার লড়াই ব্রিটেনে তার জীবনকে ধ্বংস করে দিয়েছে। তার বিয়ের পরিকল্পনাকে শেষ করে দিয়েছে এবং তিনি তার নিজ দেশ কুয়েতে গিয়ে কাজ করতে চান। গত বছরের নবেম্বরে মোহাম্মদ এমওয়াজির মৃত্যুর আগে ওমর এক সাক্ষাতকারে এ কথা বলেছে। ওমর বলেছে, ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত এমআইফাইভ ও স্কটল্যান্ড ইয়ার্ডের নজরদারিতে থাকার সময় এমওয়াজি অশান্তিতে ছিলেন। ওমর স্মৃতিচারণ করে বলেন, এমওয়াজি অভিযোগ করার মতো ব্যক্তি ছিলেন না। তবে বলতেন, আমার মতো হবে না। তিনি সবসময়ই বলতেন, অন্যদের ভুল থেকে শিক্ষা নাও। তিনি প্রায়ই বলতেন, দেখ আমি কোথায় আছি। আমি বিয়ে করতে পারব না, ভাল চাকরি পাব না। আমি ভ্রমণ করতে এবং কোথাও যেতে পারব না। ওমর আরও বলেন, তার ভাই কয়েকবার কুয়েত ফিরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রত্যেকবারই তা আটকে দেয় নিরাপত্তা বাহিনী। তবে ২০১২ সালের শেষের দিকে তিনি ব্রিটেন ত্যাগ করতে সমর্থ হয়। তিনি তুরস্ক হয়ে সিরিয়া প্রবেশের আগে আল কায়েদার মিত্র বিদেশী যোদ্ধাদের একটি সংগঠনে যোগ দেয়। এই যোদ্ধাদের একটি শাখা যখন আইএস নেতা আবুবকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশের সিদ্ধান্ত নেয়, তখন এমওয়াজিও তাতে যোগ দেন। ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুই ব্রিটিশ ও তিন মার্কিন নাগরিকসহ সাত জিম্মির শিরñেদ করে মোহাম্মদ এমওয়াজি। ওমরের বিশ্বাস, তার ভাই তার সকল কর্মকা-ের দায়িত্ব নিয়েছে। তবে ওমরের এটিও বিশ্বাস যে, ব্রিটিশ ও বিদেশী নিরাপত্তা বাহিনীগুলো তার ভাইয়ের ব্রিটেন ত্যাগে বাধা দিতে যে ভূমিকা পালন করেছে, তা এমওয়াজির চরমপন্থী হয়ে উঠার একটি বড় কারণ। তিনি কুয়েতে গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। তবে এমওয়াজি সম্পর্কে এমআইফাইভ ও স্কটল্যান্ড ইয়ার্ড ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তাদের ধারণা, তিনি ইসলামী চরমপন্থীদের একটি নিবেদিত নেটওয়ার্কের সদস্য ছিলেন। এই নেটওয়ার্কটি যুক্তরাজ্য ও সোমালিয়ায় সন্ত্রাসী কর্মকা- চালিয়েছে। -ইন্ডিপেনডেন্ট
×