ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে হামলার হুমকি

প্যারিস হামলাকারীদের ভিডিও প্রকাশ করেছে আইএস

প্রকাশিত: ০৪:১৫, ২৬ জানুয়ারি ২০১৬

প্যারিস হামলাকারীদের ভিডিও প্রকাশ করেছে আইএস

প্যারিস হামলায় অংশ নেয়া বন্দুকধারীদের নিয়ে রবিবার বিকেলে ইসলামিক স্টেট (আইএস) অনলাইনে আরবী ও ফরাসী ভাষায় একটি ভিডিও পোস্ট করেছে। ‘যেখানে পাও সেখানেই তাদের হত্যা কর’ শীর্ষক ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও বার্তায় প্যারিস হামলায় অংশ নেয়া বেলজিয়ামের চারজন, ফ্রান্সের তিনজন ও ইরাকের দুই নাগরিককে দেখানো হয়। ভিডিও বার্তায় তারা ব্রিটেনসহ ‘জোটভুক্ত’ দেশগুলোর বিরুদ্ধে হামলা চালানোরও হুমকি দিয়েছে। তবে কখন এর ভিডিও ধারণ করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। খবর এএফপি বিবিসি ও টেলিগ্রাফ অনলাইনের। ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু লোক বন্দীদের শিরদ করছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে। ফ্রান্সের রাজধানীতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় যেসব স্থানে সেই স্থানগুলোও দেখানো হয়। ১৩ নবেম্বরের ওই হামলায় ১শ’ ৩০জন লোক নিহত হয়। ব্রিটেনের যে আইনপ্রণেতারা সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলাকে সমর্থন জুগিয়েছেন তাদের ছবি দিয়ে ভিডিওটি শেষ হয়েছে। সাইট মনিটরিং গ্রুপ জানিয়েছে, ভিডিওটি আইএসের গণমাধ্যম চ্যানেলে পোস্ট করা হয়েছে।
×