ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্রের আইটেম গানে চমক

প্রকাশিত: ০৪:০৭, ২৬ জানুয়ারি ২০১৬

চলচ্চিত্রের আইটেম গানে চমক

সংস্কৃতি ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে নির্মিত চলচ্চিত্রগুলোতে আইটেম সং একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আইটেম সং না থাকলে চলচ্চিত্র ব্যবসা সফল হবে না। এমন আশঙ্কা থেকেই নবীন প্রবীন নির্মাতারা তাদের নির্মিত চলচ্চিত্রে আইটেম সং রাখছেন। অনেক অভিনেতা অভিনেত্রী আবার শুধু আইটেম সংয়ের শিল্পী হিসেবে জনপ্রিয়তাও অর্জন করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি একটি চলচ্চিত্রের আইটেম সংয়ে পারফর্ম করলেন এই সময়ের সম্ভাবনাময় মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী নিশাত তামান্না চমক। জানা গেছে আইটেম সং হিসেবে এটি তার প্রথম কাজ। এ জে রানা পরিচালিত ‘অজান্তে ভালবাসা’ চলচ্চিত্রে একটি আইটেম গানে অংশ নিয়েছেন তিনি। সম্প্রতি বিএফডিসির ১নং ফ্লোরে ওই চলচ্চিত্রের একটি গানের দৃশ্য ধারণ করা হয়। চিত্র পরিচালক দেওয়ান নাজমুলের লেখা ও আলাউদ্দিন হকের সুরে এই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন মুন। নাচের দৃশ্যে চমক তারার সঙ্গে অংশ নিয়েছেন শাকিল। আইটেম গানে নৃত্য পরিচালনা করেন কালু। জানা গেছে দেওয়ান নাজমুল পরিচালিত ‘রাত ১২টার পর’ নামে একটি চলচ্চিত্রের আইটে গানে পারফর্ম করার কথা রয়েছে চমকের। চলচ্চিত্রটির গানের শূটিং অচিরেই শুরু হবে জানা গেছে। এর আগে এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত ‘মা বাবা সন্তান’ চলচ্চিত্রটির মুক্তির মধ্যে দিয়ে চিত্র নায়িকা চমক তারার চলচিত্রে অভিষেক হয়। এ ছাড়াও চমক তারা বর্তমানে পরিচালক রাকিবুল আলম রাকিবের ‘মাস্তান পুলিশ’ চলচ্চিত্রে কাজ করছেন। সম্প্রতি চলচ্চিত্রটির দ্বিতীয় লটের শূটিং শেষ হয়েছে। তারেক মাহমুদ পরিচালিত ‘চটপটি’ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন চমক। এ চলচ্চিত্রেরও তৃতীয় লটের শূটিং শেষ হয়েছে। পাশাপাশি চমক অভিনীত এবং আনোয়ার সিকদার পরিচালিত ‘ভালবাসতে চায় মন’ চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায়। আরও কয়েকটি চলচ্চিত্রের কাজ হাতে রয়েছে চমকের। এদিকে অতি সম্প্রতি চ্যানেল আইয়ে প্রচার হলো চমকতারা অভিনীত নাটক ‘বধূবরণ’। নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। এ ছাড়াও অসংখ্য টিভি নাটকে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন চমক। তার অভিনীত ধারাবাহিক ও বেশকিছু খ- নাটক বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। এছাড়া কয়েকটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন চমক। বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। একজন মঞ্চকর্মী হিসেবে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
×